Ankita-Vicky: ট্রোল ঝড়ে একাধিকবার অঙ্কিতা-ভিকি, কী প্রভাব পড়েছে জুটির মনে
Bigg Boss 17: অঙ্কিতার কথায় সম্পর্কের উপর থেকে যখন তাঁর বিশ্বাস আস্থা উড়ে গিয়েছিল. তখন ভিকি আবারও রং ফিরিয়েছিল তাঁর জীবনে। তবে মাঝেমধ্যেই তাঁদের সম্পর্ক নানান ঝড়ে মুখোমুখি হয়। বিগ বস রিয়্যালিটি শোয়ের অন্দরমহলের কোনও রহস্যই গোপন থাকে না। তাই নয়া সিজ়নের প্রতিযোগী ভিকির মন্তব্যও ফ্রেমবন্দী হয়েছে।
অঙ্কিত লোখান্ডে ও ভিকি জৈন, ভালবেসে একে অন্যের সঙ্গে ঘর বেঁধেছেন। অঙ্কিতার জীবনে হাজারও ঝড়ের সাক্ষী থেকেছেন ভিকি। প্রয়াত অভিনেতার সুশান্ত সিং রাজপুত এর সঙ্গে অঙ্কিতা লোখাণ্ডের যখন বিচ্ছেদ হয়, সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী, অঙ্কিত দাবি করেছিলেন, তিনি কীভাবে ঘুরে দাঁড়াবেন সেই মুহূর্তে বুঝতে পারছিলেন না। যদিও সুশান্তের এই সিদ্ধান্তকে তিনি পূর্ণ সম্মান দিয়েছিলেন বলেই সংবাদ মাধ্যমকে একাধিকবার জানিয়েছেন। কষ্ট থাকলেও অভিনেতার উপর তাঁর কোনও অভিমান নেই। সেই শোক কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরা অঙ্কিতা কয়েক বছর আগেই ধুমধামে বিয়ে করেন ভিকি জৈনকে।
অঙ্কিতার কথায় সম্পর্কের উপর থেকে যখন তাঁর বিশ্বাস আস্থা উড়ে গিয়েছিল. তখন ভিকি আবারও রং ফিরিয়েছিল তাঁর জীবনে। তবে মাঝেমধ্যেই তাঁদের সম্পর্ক নানান ঝড়ে মুখোমুখি হয়। বিগ বস রিয়্যালিটি শোয়ের অন্দরমহলের কোনও রহস্যই গোপন থাকে না। তাই নয়া সিজ়নের প্রতিযোগী ভিকির মন্তব্যও ফ্রেমবন্দী হয়েছে। কখনও হয়েছেন ট্রোলিং কখনও হয়েছেন প্রশংসিত, তবে সমালোচনাকে কখনও-ই ঝেড়ে ফেলে দেননি তাঁরা। সম্প্রতি ভিকি জানেন ট্রোলিং কটাক্ষ তাঁকে ও অঙ্কিতাকে আরো অনেক বেশি মজবুত করে তুলেছে।
এ কথা অতীতে অঙ্কিতাও জানিয়েছেন। তাঁর দিকে যত আঙ্গুল তোলা হয়েছে, যত কটাক্ষ করা হয়েছেন তিনি, নিজেকে ততটাই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ দিয়েছেন। এই জুটির সম্পর্কের ম্যাজিক এটাই। এবার অঙ্কির সেই ভালবাসা বিগ বসের ঘরে। এখন দেখার এই শোয়ের অন্দরমহলে কতটা দাপটের সঙ্গে রাজত্ব করতে পারেন ভিকি। ইতিমধ্যেই শো নিয়ে চর্চা তুঙ্গে। সলমন খানের এই রিয়্যালিটি শোয়ের অন্দরমহলের একাধিক ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। এখন দেখার শো শুরু হওয়ার পর তা TRP তালিকায় জায়গা করে নেবেন।