Serial TRP: সব ঘেঁটে ঘ, জায়গা হারাল ‘জগদ্ধাত্রী’, ‘গৌরী’র নম্বর কমে ৫.৬!
Serial TRP: এ বারের টিআরপি তালিকা দেখে তাজ্জব হয়ে যেতে পারেন আপনি। ভাবতেই পারেন হল টা কী? একধারে এবারে নম্বর কমেছে সব কয়টি ধারাবাহিকেরই
এ বারের টিআরপি তালিকা দেখে তাজ্জব হয়ে যেতে পারেন আপনি। ভাবতেই পারেন হল টা কী? একধারে এবারে নম্বর কমেছে সব কয়টি ধারাবাহিকেরই। শুধু কি নম্বর? প্রায় দু’মাস যাবৎ দ্বিতীয় স্থান ধরে রাখলেও এই সপ্তাহে জায়গা হারিয়ে ফেলল জগদ্ধাত্রী। এখানেই শেষ নয়। জায়গা হারিয়ে পিছিয়ে ‘গৌরী এল’ও। আর ‘অনুরাগের ছোঁয়া’? লাফিয়ে নম্বর কম তারও। কেন? চ্যানেল ও ডিস্ট্রিবিউটারদেরর মন কষাকষির ফলে এবারে অনেকদিন বন্ধ ছিল স্টার জলসা ও জি বাংলা। এর ফলে দর্শকও বেশ কিছু দিন তাঁদের প্রিয় ধারাবাহিক দেখা মিস করেছেন বা বলা ভাল, করতে বাধ্য হয়েছেন। আর এ সবেরই প্রভাব পড়েছে টিআরপি তালিকায়। প্রথম সপ্তাহে এই সপ্তাহেও রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’, তবে নম্বর বেশ কিছুটা কমেছে তাঁর। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৯.৩। তবে এবার দার্জিলিং-আউটডোর করেও শেষরক্ষা হল না। ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.০।
দ্বিতীয় স্থানে উঠে এল ‘নিম ফুলের মধু’। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল, ৮.৪। আর এই সপ্তাহের ধারাবাহিকটি পেয়েছিল ৫.৯। দাঁড়ান চমকের বাকি আছে আরও। এতদিন ‘জগদ্ধাত্রী’ অপ্রতিরোধ্য হলেও ওই ধারাবাহিক এই সপ্তাহে পেয়েছে ৫.৮। গত সপ্তাহের ৯.০– যেন সোনার পাথরবাটি! চতুর্থ স্থানে রয়েছে ‘খেলনা বাড়ি’। আর পঞ্চম স্থানে রয়েছে ‘গৌরী এলো’। নম্বর পেয়েছে ৫.৬। তবেই ভাবুন! জায়গা তো হারিয়েছেই একই সঙ্গে ওই ধারাবাহিকের নম্বরও কমেছে মারাত্মক। এ সবের মধ্যে ‘মিঠাই’ কিন্তু ক্রিজ ছেড়ে বেরিয়ে যায়নি। গল্পে একের পর এক মোড়ে সে রয়েছে সপ্তম স্থানে। নতুন ধারাবাহিকের ভিড়ে তার এই জায়গা মোটের উপর ভালই বলা চলে। তবে নম্বর বেশ কম। সে পেয়েছে মাত্র ৫.০। ভাবছেন তো ষষ্ঠ তাহলে কে হল? ওই জায়গা দখন করে নিয়েছে ‘রাঙা বউ’, পেয়েছে ৫.৪। অষ্টম স্থানে দেখা গিয়েছে পঞ্চমীকে। পিছিয়ে গিয়েছেন বাংলা মিডিয়াম। সে রয়েছে নবম স্থানে। ওই একই নম্বর নিয়ে ওই স্থানে রয়েছে আরও এক ধারাবাহিক ‘মেয়েবেলা’। আর একদা টপার ‘গাঁটছড়া’? সে পিছিয়ে পিছিয়ে চলে গিয়েছে দশে। আর এর সঙ্গেই ঘেঁটে ঘ হয়ে গিয়েছে টিআরপির তালিকা।
ইদানিং এক ট্রেন্ড দেখা গিয়েছে টিআরপির অঙ্কে। কোনও ধারাবাহিকই ধারাবাহিকভাবে নির্দিষ্ট একটি স্থান ধরে রাখতে পারছে না। তবে টিআরপি বড়ই অদ্ভুত। কখন যে কী হয়, তা বলা মুশকিল। আজ যে নেই প্রথম দশেও কাল সে প্রথম হবে না, কে বলতে পারে?
দেখে নিন এক ঝলকে
অনুরাগের ছোঁয়া
নিম ফুলের মধু
জগদ্ধাত্রী
খেলনা বাড়ি
গৌরী এলো