Jeetu Kamal: কালীপুজোয় জিতুর পোস্ট ঘিরে হাসির রোল, দিলেন ‘জ্যান্ত কালীর’ ছবিও
Kali Pujo: স্ত্রী নবনীতার সঙ্গেই ফটোশপ করে নিজের এক ছবি পোস্ট করেছেন 'অপরাজিত'। ছবিতে তিনি হাতজোড় ভঙ্গিমায় দীপাবলির শুভেচ্ছা জানালেও নবনীতা কিন্তু পুরোদস্তুর কস্টিউমে একেবারে খড়গহস্ত।
জিতু কামাল, পর্দায় সত্যজিৎ রায়ের মতো ব্যক্তিত্বকে সফল ভাবে ফুটিয়ে তুললেও আদ্যপ্যান্ত রসিক বলেই পরিচিত তিনি। দীপাবলি ও কালীপুজো উপলক্ষে যখন তারকাদের প্রায় প্রত্যেকই মোমবাতি, প্রদীপ সহযোগে স্পেশ্যাল ফটোশুট পোস্ট করে চলেছেন তখন জিতু হেঁটেছেন অন্য রাস্তায়। তাঁর পোস্টই এখন ‘চায়ে পে চর্চা’ বা বলা ভাল ‘টক অব দ্য টাউন’। শুধু কি তাই, নেটিজেনরাও হেসে কুল পাচ্ছেন না, করছেন তারিফ, বলছেন, ‘জিতুর জবাব নেই’। কী এমন পোস্ট যা ঘিরে এত হইচই?
স্ত্রী নবনীতার সঙ্গেই ফটোশপ করে নিজের এক ছবি পোস্ট করেছেন ‘অপরাজিত’। ছবিতে তিনি হাতজোড় ভঙ্গিমায় দীপাবলির শুভেচ্ছা জানালেও নবনীতা কিন্তু পুরোদস্তুর কস্টিউমে একেবারে খড়গহস্ত। হবেন না-ই বা কেন? এই কিছুদিন আগে পর্যন্তও তিনি ছিলেন টেলিভিশনের তারা মা। ‘সাধক বামাখ্যাপা’ ধারাবাহিকে দীর্ঘদিন ধরে ওই ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছেন তাঁকে। সেই চরিত্র দর্শকদেরও বেশ পছন্দ হয়েছিল। সেই ‘জ্যান্ত কালী’ ঠাকুরের ছবিই শেয়ার করে রসিক জিতুর মন্তব্য, “ঘরেই যখন সব আছে,তাহলে বৃষ্টির রাতে আর বাইরে বেরলাম না”। ঠিকই তো দুর্যোগের রাত্রে তাঁর তো কাটবে পর্দার মা কালীর সঙ্গেই, তাই জিতুর মতে ঘরে থাকাই শ্রেয়।
প্রসঙ্গত, অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ ছবিতে অভিনয় করেছেন জিতু। মুখ্য চরিত্রে পরিচালকের প্রথম পছন্দ ছিল আবীর চট্টোপাধ্যায়। কথাবার্তাও চলেছিল অনেক দূর। যদিও শেষ মুহূর্তে মূলত ধারাবাহিকের জনপ্রিয় মুখকে তুরুপের তাস করে চ্যালেঞ্জ ছুড়ে দেন অনীক। আর জিতুর নিজের মনপ্রাণ ঢেলে অভিনয় করেছিলেন সে ছবিতে। ছবির জন্য আত্মত্যাগ নিয়ে মুখ খুলেছিলেন নবনীতাও। জানিয়েছিলেন কীভাবে সমগ্র একাগ্রতা উজাড় করে দিয়েছিলেন তিনি এই ছবির জন্য। ফলও পেয়েছিলেন হাতেনাতেই। ছবি ব্যবসায়িক ভাবে তো সাফল্য লাভ করেছিলই, এ ছাড়াও জিতুর অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছিল। তাঁর পরবর্তী ছবির নাম ঘোষণা হয়েছিল কিছুদিন আগেই। ছবির নাম ‘তিতুমীর’। সেই ছবির জন্যও নিজেকে প্রস্তুত করছিলেন জিতু। তবে বেশ কিছু সমস্যার কারণে সেই ছবি এই মুহূর্তে বিশ বাঁও জলে।