KBC 13: অমিতাভকে প্রণাম করতে চেয়েও বাধা পেলেন ঝাড়খন্ডের শিক্ষক!
এ বারের কেবিসি গত বছরের থেকে অনেকটাই আলাদা। গত বছর কোভিড পরিস্থিতিতে লাইভ অডিয়েন্সের সেগমেন্টটির পরিবর্তে আনা হয়েছিল ভিডিয়ো এ ফ্রেন্ড। করোনা পরিস্থিতিতে সবটাই ভার্চুয়াল।
ইচ্ছে ছিল অমিতাভ বচ্চনকে দেখতে পেলেই প্রণাম করবেন তিনি। একবার ছুঁয়ে দেখবেন সেই মানুষটিকে যাঁকে টিভির পর্দায় দেখে এসেছেন এযাবৎ। কিন্তু, ইচ্ছে থাকলেই সব সময় উপায় হয় না। কউন বনেগা ক্রোড়পতির এই সিজনের প্রথম প্রতিযোগী জ্ঞান রাজের সেই আশা পূরণ হল না। শো’য়ে উপস্থিত থেকেও অমিতাভ বচ্চনের পা ছুঁতে পারলেন না তিনি। কেন?
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জ্ঞান জানিয়েছেন, নেপথ্যে কোভিড কাঁটা। তাঁর কথায়, “ওঁর হাত পা ছুঁয়ে দেখার অনুমতি পাইনি। কারণ কোভিড পরিস্থিতিতে এই সব এখন অনুমোদিত হচ্ছে না।” তবে কথা হয়েছে বেশ খানিক। সুপারস্টার তাঁর নাম শুনে প্রশংসাও করেছেন বলে জানান, ঝাড়খণ্ডের ওই শিক্ষক। তিনি যোগ করেন, “উনি আমায় বললেন আপনার নামটা একটু অন্যরকম। আমার এই নামের পিছনে কী কারণ রয়েছে সে কথাও জিজ্ঞাসা করেছিলেন তিনি। অন্যান্য অনেক বিষয় নিয়েই আমাদের মধ্যে কথা হয়েছে।” না, কোটি টাকা জিততে পারেননি জ্ঞান। তাঁকে সন্তুষ্ট থাকতে হয়েছে ৩ লক্ষ ২০ হাজার টাকা নিয়েই। তবে অমিতাভকে সামনে থেকে দেখেছেন, কথা বলেছেন… প্রাপ্তির ঝুলি কম কিছু নয়।
এ বারের কেবিসি গত বছরের থেকে অনেকটাই আলাদা। গত বছর কোভিড পরিস্থিতিতে লাইভ অডিয়েন্সের সেগমেন্টটির পরিবর্তে আনা হয়েছিল ভিডিয়ো এ ফ্রেন্ড। করোনা পরিস্থিতিতে সবটাই ভার্চুয়াল। কেবিসির ঘরেও সেই ব্যবস্থাই নেওয়া হয়েছিল। তবে এ ব্যাপারে আবারও লাইভ অডিয়েন্সের ব্যবস্থা। শুধু তাই নয়, এ বারে গেম টাইমারেরও এক নতুন নাম দেওয়া হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘ধুক ধুকি জি’। সেটও সাজানো হয়েছে এলইডি দিয়ে। ভার্চুয়াল সিলিং আর গেমপ্লে গ্রাফিক্স তাতে যোগ করেছে অন্য মাত্রা।
গত বছর অডিয়েন্স যখন ছিলেন না লাইভে মন খারাপ হয়েছিল স্বয়ং অমিতাভেরও। সে প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “প্রথম বার স্টুডিয়োতে দর্শক নেই। লাইফলাইনের অপশনেরও পরিবর্তন আনতে হয়েছিল।” তবে এ বারে তিনি খুশি। আবারও সেই চেনা আমেজ আর চেনা মেজাজে শাহেনশাহ। মনের আনন্দ ব্যক্ত করে দিন কয়েক আগেই অমিতাভ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ছবি। ক্যাপশনে লিখেছিলেন, “ফিরলাম… ২০০০ সাল থেকে ওই চেয়ারটায় বসছি আমি। ২১ বছর কেটে গেল। জীবনভরের অভিজ্ঞতা। শো থেকে অনেক কিছু পেয়েছি। আমার এই লুকটাও।” কেবিসি’র এই সিজনে সর্বোচ্চ পুরস্কার মূল্য ধার্য করা হয়েছে ৭ কোটি টাকা। সোম থেকে শুক্রবার রাত ৯টায় সোনি টিভিতে দেখা যায় কেবিসি।
সম্প্রতি ২১ বছর পূর্তি উৎযাপন করল ‘কৌন বনেগা ক্রোড়পতি’। ২০০০ সালে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র হাত ধরেই ছোট পর্দায় প্রথম পা রেখেছিলেন বড় পর্দার সুপার স্টার অমিতাভ বচ্চন। অনেক ঘটনা, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই শোয়ের সঙ্গে। শুরু থেকেই শোয়ের সঞ্চালক অমিতাভ। মাঝে একবারই শোয়ের সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত স্টার প্লাস চ্যানেলে শোয়ের সম্প্রচার হত। সে সময় প্রযোজনা করত সমীর নায়ারের টিম। ২০১০ সাল থেকে শো দেখা শুরু হয় সোনিতে। প্রযোজকও পালটে যায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’র। নতুন প্রযোজক হিসেবে কাজ করতে শুরু করে বিগ সিনার্জি।
আরও পড়ুন- Tollywood: নুসরত নয়, এই টলি সুন্দরীর সঙ্গেই বড় পর্দায় ফিরছেন যশ