Mandira Bedi: ‘স্বামীর মৃত্যুশোক এরই মধ্যে উধাও!’, পুরুষ বন্ধুর সঙ্গে বিকিনিতে ছবি দিতেই তীব্র কটাক্ষ মন্দিরাকে
Mandira Bedi: কাস্টিং ডিরেক্টর আদিত্য মোটওয়ানের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন মন্দিরা। তাঁর আজ জন্মদিন।
কুৎসিত ট্রোলিংয়ের মুখে মন্দিরা বেদী। পুরুষ বন্ধুর সঙ্গে সুইমিং পুলে ঘনিষ্ঠ ছবি দিতেই তাঁকে পড়তেও হল তীব্র কটাক্ষের মুখে। সোশ্যাল মিডিয়ায় বসল ‘খাপ পঞ্চায়েত’। নেটিজেনদের সালিশি সভায় ছাড় পেল না মন্দিরার চরিত্রও।
কাস্টিং ডিরেক্টর আদিত্য মোটওয়ানের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন মন্দিরা। তাঁর আজ জন্মদিন। সেই উপলক্ষেই ওই ছবি পোস্ট করে মন্দিরা লেখেন, “শুভ জন্মদিন আদি। এই ছবিই অনেক কথা বলে। তুমি আমার কাছে কতটা তা বুঝিয়ে দেয়, কতদিন হয়ে গেল আমরা একের অপরকে চিনি। তুমি জান তোমাকে কতটা বিশ্বাস করি আমি। আশা করি, তুমি আরও আরও ভালবাসা, সাফল্য পাও। অনেকটা ভালবাসি।”
মন্দিরা ওই ছবি পোস্ট করার পরেই নেটিজেনদের একটা বড় অংশ কার্যত জেহাদ ঘোষণা করেন তাঁর বিরুদ্ধে। স্বামী ছাড়া অন্য কোনও পুরুষের বাহুলগ্না হয়ে কেন তিনি ছবি দিয়েছেন, সেই প্রশ্নই তোলেন তাঁরা। জনৈক নেটিজেন লেখেন, “স্বামী মারা গেলে তো খুব শোকপ্রকাশ করেছিলেন। কর্পূরের মতো কোথায় উবে গেল তা?” অনেকেই আবার খুঁজে পান তাঁর দ্বিতীয় বিয়ের সম্ভাবনাও। যদিও মন্দিরা এই ট্রোলিংয়ে মুখ খোলেননি একেবারেই।
মাত্র ৪৯ বছর বয়সে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে গতবছর প্রয়াত হয়েছিলেন মন্দিরার স্বামী রাজ কৌশল। রাজ কুশলের চলে যাওয়াটা মেনে নেওয়া মন্দিরা বেদীর পক্ষে সহজ ছিল না। সোশ্যাল মিডিয়ায় বারেবারেই ফিরে আসত রাজের স্মৃতি। সেই সব আঁকড়েই ছেলে-মেয়েকে নিয়ে দিন কাটাচ্ছেন তিনি। এরই মধ্যেই এই ধরনের অশালীন মন্তব্য– মন্দিরাকে যেন ছুঁতে না পারে সেই কামনাই করছেন তাঁর ভক্তরা।
View this post on Instagram