Viral News: বিকট সাজকে আদিবাসী লুকের তকমা, পুলিশে অভিযোগ দায়ের রাখির সাওয়ান্তের নামে

Rakhi Sawant: উঠল বিতর্কের ঝড়। এভাবে মোটেও সাজেন না আদিবাসীরা। তাঁদের লুককে অপমান করা হয়েছে।

Viral News: বিকট সাজকে আদিবাসী লুকের তকমা, পুলিশে অভিযোগ দায়ের রাখির সাওয়ান্তের নামে
Follow Us:
| Edited By: | Updated on: Apr 21, 2022 | 8:33 AM

রাখি সাওয়ান্ত মানেই এক কথায় বলতে গেলে ড্রামা, সিনে দুনিয়ার পা রাখার পর থেকেই একের পর এক বিতর্কে উঠে এসেছে বারে বারে তাঁর নাম। কখনও খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে তাঁর বিতর্কিত ফ্যাশন কখনও আবার নানা চর্চায় বেফাঁস মন্তব্য। তবুও নিজের জায়গা থেকে বিন্দুমাত্র সরে দাঁড়াতে নারাজ রাখি। বারে বারে তাঁর ভুল স্পষ্ট হয়ে যাওয়ার সত্ত্বেও নিজের মুখে সাগাম দিতে নারাজ তিনি। কারণ একটাই, রাখি সাওয়ান্ত মানেই ড্রামা, রাখি সাওয়ান্ত মানেই ভাইরাল। এবার তার ব্যতিক্রম হল না। সম্প্রতি নিজের ফ্যাশনের জেরে খবরের শিরোনামে জায়গা করে নিলেন পাকা। বিগ বস থেকে নিজের দাপট আবারও টেলিভিশনে দেখাতে পেরেছেন রাখি, ফিরেছেন নতুন ছন্দে।

কখনও সম্পর্ক কখনও আবার উষ্ণ আবেদনের ভিডিয়ো বারে বারে রাখি নিজেকে এমনভাবে উপস্থাপনা করেছেন, যে জল্পনার কেন্দ্রে জায়গা করে নেওয়াটা তাঁর জন্য খুব একটা কঠিন হয়ে ওঠেনি। এবার তবে সেই ফ্যাশনের জেরেই বিপাকে পড়তে হল রাখি সাওয়ান্তকে। সম্প্রতি এক অদ্ভুত ফ্যাশনে দেখা গেল রাখিকে। তবে সেই লুকে সামনে এসে ধরা দিতেই তিনি নিজেই জানালেন তিনি ট্রাইবাল লুকে সেজেছেন। আদিবাসী ফ্রেম। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেল সেই ভিডিয়ো। বি-টাউনের জনপ্রিয় পাপরাজিৎ ভাইরাল ভয়ানি এই ভিডিয়ো ফ্রেমবন্দি করেছেন। রাখি নিজেও সেই ভিডিয়ো তাঁর টাইম লাইনে শেয়ার করতে ভোলেননি।

এবার তাতেই উঠল বিতর্কের ঝড়। এভাবে মোটেও সাজেন না আদিবাসীরা। তাঁদের লুককে অপমান করা হয়েছে। ঝাড়খণ্ডের কেন্দ্রিয় সেনা সমিতির পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয়। রাঁচি থানায় লিপিবদ্ধ করা হয়েছে রাখি সাওয়ান্তের নামে এই অভিযোগ। যা নিয়ে এখনও কোনও মন্তব্যই করেননি রাখি। তবে সোশ্যাল মিডিয়ায় ট্রোলে ভরে গিয়েছে, কমেন্ট বক্সে একের পর এক কটাক্ষ, এই সাজ কোনও মতেই আদিবাসী লুক নয় বসে সাফ বুঝিয়ে দিল নেটপাড়া।

আরও পড়ুন- Nora fatehi Controversy: প্রতারণার শিকার নোরা, ২০ লক্ষ টাকা জালিয়াতি, খোয়া গেছিল পাসপোর্ট

আরও পড়ুন- Bollywood Gossip: ঘাড়ে জুড়ে রণবীর কাপুর, ট্যাটু যন্ত্রণায় জর্জরিত দীপিকা চুকিয়ে ছিলেন ভালবাসার মাসুল

আরও পড়ুন- Samantha Prabhu: সন্তান নিলে ফিগার নষ্ট হবে, দু’-দু’বার বাচ্চা নষ্ট করেছিলেন সামান্থা! কী জানালেন প্রযোজক