Satish Shah: হিথরো বিমানবন্দরে ‘ভারতীয়’ বলে অবজ্ঞা অভিনেতাকে, পাল্টা কথা শোনালেন ব্রিটিশদের

Satish Shah: হিথরো বিমানবন্দরের কর্মীর তরফে বর্ণবিদ্বেষী মন্তব্য শুনতে হয়েছিলেন সিরিয়াল ও সিনেমা জগতের জনপ্রিয় মুখ সতীশ শাহকে। ভারতীয় বলে জুটেছিল অপমানও।

Satish Shah: হিথরো বিমানবন্দরে 'ভারতীয়' বলে অবজ্ঞা অভিনেতাকে, পাল্টা কথা শোনালেন ব্রিটিশদের
সতীশ শাহ।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2023 | 8:21 PM

হিথরো বিমানবন্দরের কর্মীর তরফে বর্ণবিদ্বেষী মন্তব্য শুনতে হয়েছিলেন সিরিয়াল ও সিনেমা জগতের জনপ্রিয় মুখ সতীশ শাহকে। ভারতীয় বলে জুটেছিল অপমানও। সতীশও ছেড়ে দেওয়ার পাত্র নন। পাল্টা কথা শুনিয়ে দিলেন তিনিও। যা জানতে পেরে অভিনেতাকে ধন্য ধন্য করছেন নেটনাগরিক। টুইটারে সতীশ জানিয়েছেন, সম্প্রতি লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে দেশে ফিরছিলেন তিনি। প্রথম শ্রেণীর টিকিট কেটেছিলেন সতীশ। বিমানবন্দরে ঢুকেই সতীশ শুনতে পারেন, কর্মীদের মধ্যে কেউ একজন পাশে দাঁড়ান বন্ধুকে বলছে, “এরা কী করে ফার্স্টক্লাসের টিকিট কাটতে পারে?” কথাটা কানে যেতেই ঘুরে দাঁড়ান সতীশ। টুইটারে তিনি লিখছেনম “শোনা মাত্রই গর্বভরা হাসিমুখে আমি ঘুরে দাঁড়িয়ে ওকে বলি, ‘পারি, কারণ আমি ভারতীয়।’ যোগ্য জবাব দিয়েছেন সতীশ, মনে করছেন টুইটারেত্তিরা। তবে অনেকেরই প্রস্তাব বড় অল্প কথায় ছেড়ে দিয়েছেন তিনি।

একজন লিখেছেন, “বলতে পারতেন আমাদের দিল্লি ও হায়দরাবাদে এসে দেখে যান। তোমাদের হিথরো তো মুম্বইয়ের পুরনো বিমানবন্দরের মতো দেখতে”। আর একজনের মন্তব্য, “ওই ব্যক্তি অবাক হয়ে গিয়েছিলেন কারণ ওর পূর্বপুরুষ তো ২০০ বছর ধরে লুটপাট চালিয়েছে। তা সত্ত্বেও ভারতীয়রা ফার্স্টক্লাসে যাচ্ছে দেখে অবাক তো হতেই হবে।” সতীশ বলিউডে পরিচিত নাম। বহুদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত তিনি। ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এ ইন্দ্রবদনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়াও ‘ম্যায় হু না’, ‘ওম শান্তি ওম’ , ‘রা ওয়ান’-এর মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে।