ফিল্মফেয়ারের কভার ছবিতে শেহনাজ, বলিউডে আগামীর তুরুপের তাস তিনিই?

বিগবসের বাড়ি থেকেই দর্শক মহলে জায়গা করে নিয়েছিলেন শেহনাজ। তাঁর কথা বলার ধরন, ইংরেজি বলতে না পারা সত্ত্বেও তা নিয়ে লুকোছাপা না করার মতো সাহস, পছন্দ হয়েছিল দর্শকদের।

ফিল্মফেয়ারের কভার ছবিতে শেহনাজ, বলিউডে আগামীর তুরুপের তাস তিনিই?
শেহনাজ গিল।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2021 | 7:35 AM

বিগবসের একটি সিজন, আর তাতেই যেন পাল্টে গিয়েছে অভিনেতা শেহনাজ গিলের জীবন। ওজন ঝরিয়েছেন বেশ খানিক। বলিউড তাঁকে মনে করছে আগামী দিনের তুরুপের তাস, যিনি উল্টে দিতে পারেন পাশা। যিনি কথা বললেও তা নিয়ে তৈরি হয় খবর। সম্প্রতি অভিনেত্রীর জীবনে নতুন মুকুট। জনপ্রিয় বিনোদন ম্যাগাজিন ‘ফিল্ম ফেয়ার’-এর ডিজিটাল এডিশনে এবার মুখ্য চরিত্রে জায়গা করে নিলেন শেহনাজ। লেডি গাগার লুকে ধরা দিলেন দর্শকের দরবারে।

স্বচ্ছ স্ট্রিপ পোশাক আর সাদা রঙের উইগে সেজেছেন শেহনাজ। ফিল্ম ফেয়ার থেকে যে পোস্ট করা হয়েছে তাতে শেহনাজ সম্পর্কে লেখা হয়েছে দু’ চার কথা। ক্যাপশন বলছে, “সোশ্যাল মিডিয়া স্ক্রোল করলেন শেহনাজ সম্পর্কিত ভিডিয়ো বা ছবি আপনি দেখতে পারছেন না, এমনটা হয় না। সোশ্যাল মিডিয়ায় অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। পঞ্জাবি সিনেমাকে অন্য জায়গায় পৌঁছে দিয়েছেন শেহনাজ। ভবিষ্যতে রয়েছে আরও নানা চমক। এক কথায় তিনি খবর তৈরি করতে পারেন। আমাদের ডিজিটাল কভারের মাধ্যমে শেহনাজের এই জার্নিকেই শুভেচ্ছা”।

বিগবসের বাড়ি থেকেই দর্শক মহলে জায়গা করে নিয়েছিলেন শেহনাজ। তাঁর কথা বলার ধরন, ইংরেজি বলতে না পারা সত্ত্বেও তা নিয়ে লুকোছাপা না করার মতো সাহস, পছন্দ হয়েছিল দর্শকদের। বিগত বেশ কয়েক মাসে নিজের ওজন অনেকটাই ঝরিয়ে ফেলেছেন তিনি। দর্শকদের অনেকেরই শেহনাজের এই নয়া লুক পছন্দ হয়নি। যদিও সে প্রসঙ্গে তাঁর বক্তব্য, “আগে আমি মোটা ছিলাম। যে কোনও দিন খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিলেই ফের ওই চেহারায় ফিরে যেতে পারি। কিন্তু তখন কাজ পেতাম না। আসলে ইন্ডাস্ট্রিতে রোগা বা স্লিম মেয়েরাই শুধুমাত্র কাজ পায়।”

সেলেব্রিটি ফটোগ্রাফার ডাব্বু রত্নানির সঙ্গে একটি ফটোশুট করবেন শেহনাজ। হাতে রয়েছে আরও বেশ কিছু প্রজেক্ট। সব মিলিয়ে নিজের কেরিয়ার নিয়ে অত্যন্ত আশাবাদী এই অভিনেত্রী। বলিউডের আগামী দিনের তুরুপের তাস হতে চলেছেন তিনিই?

আরও পড়ুন-জীবন-যুদ্ধে একটা হাত লাগে, তিয়াসাকে সেই হাতটা বাড়িয়েছিলাম আমিই: সুবান রায়