হাত কেটে রক্ত দিয়ে অন্বেষার নাম লিখলেন অনুরাগী! স্তম্ভিত অভিনেত্রী

এই মুহূর্তে একটি ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। মন জয় করেছেন দর্শকদের। কিন্তু মন জয়ের মাত্রা যে এই কাণ্ড ডেকে নিয়ে আসবে, তা হয়তো নিজেও ভাবতে পারেননি তিনি।

হাত কেটে রক্ত দিয়ে অন্বেষার নাম লিখলেন অনুরাগী! স্তম্ভিত অভিনেত্রী
হতবাক তিনি।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2021 | 2:27 PM

 

প্রিয় অভিনেতার এক ঝলক পাওয়ার আশায় বাড়ির সামনে নিরন্তর অপেক্ষা, কমেন্ট সেকশনে দিদি রিপ্লাই দাওয়ের অবিরাম আকুতি– কিন্তু তাই বলে হাত কেটে রক্ত দিয়ে অভিনেত্রীর নাম কাগজে লেখা! এরকমটাই হয়েছে সম্প্রতি। অভিনেত্রী অন্বেষা হাজরার এক অনুরাগী ঠিক এমন কাজই করেছেন। অভিনেত্রী খুশি তো হনই নি। বরং বেশ রেগেই গিয়েছেন সেই ব্যক্তির উপর।

কাটা হাত, ছুড়ি আর রক্ত দিয়ে লেখা নামের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অন্বেষা লিখেছেন, “না। না মানে না। এরম ভাবে নিজের হাত কেটে, নিজে কে কষ্ট দিয়ে পৃথিবীর কারুর জন্যই ভালোবাসা জাহির করতে যাবেন না।” তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই সব মেসেজকে তিনি কখনওই প্রাপ্তি হিসেবে মনে করেন না। অভিনেত্রী যোগ করেন, “আপনারা সুস্থ স্বাভাবিক হয়ে আমাদের পাশে থাকলে, আমাদের চলার পথ টা সুন্দর হবে।”
অন্বেষার সঙ্গে সহমত পোষণ করেন নেটিজেনদের একটা বড় অংশ। একজন লেখেন, “এটি কেমন ধরনের প্রকাশ।” আর এক নেটিজেন আবার হাত-কেটে ফেলা ব্যক্তির হাতে পুরনো ক্ষত আবিষ্কার করে লিখেছেন, “দেখে তো মনে হচ্ছে আপনি আগেও এমন ধরনের কাজ করেছেন। আপনার হয়তো মানসিক সমস্যা রয়েছে। ভাল মনোবিদ দেখান।” অন্বেষা নিজেও সাফ জানিয়েছে, ভালবাসা-প্রেম জাহিরের বহিঃপ্রকাশ নিজেকে কষ্ট দেওয়া– এই ধারণা কোনও ভাবেই সমর্থন যোগ্য নয় তাঁর কাছে।

এই মুহূর্তে একটি ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। মন জয় করেছেন দর্শকদের। কিন্তু মন জয়ের মাত্রা যে এই কাণ্ড ডেকে নিয়ে আসবে, তা হয়তো নিজেও ভাবতে পারেননি তিনি।

 

আরও পড়ুন-জীবন-যুদ্ধে একটা হাত লাগে, তিয়াসাকে সেই হাতটা বাড়িয়েছিলাম আমিই: সুবান রায়