Tollywood Gossip: ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা! রেগে গিয়ে কী লিখলেন সৌমিতৃষা?
Tollywood Gossip: সৌমিতৃষা কুন্ডু-- হালফিলে বি-টাউনের সেনসেশন। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে টেলিপাড়ায় চর্চা কিন্তু কম নয়। কখনও আদৃত রায় কখনও দিব্যজ্যোতি দত্তকে জড়িয়ে রটেছে একের পর এক রটনা।
সৌমিতৃষা কুন্ডু– হালফিলে বি-টাউনের সেনসেশন। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে টেলিপাড়ায় চর্চা কিন্তু কম নয়। কখনও আদৃত রায় কখনও দিব্যজ্যোতি দত্তকে জড়িয়ে রটেছে একের পর এক রটনা। ফ্যানপেজের অত্যুৎসাহে হয়ে তাঁকে আর আদৃতকে নিয়ে বেরিয়েছে ভুয়ো ছবিও। বিরক্ত ‘মিঠাই’। এক পোস্টের মাধ্যমে এই অনাধিকার চর্চা নিয়েই মুখ খুলেছেন তিনি। সৌমিতৃষা লিখেছেন, “মানুষকে ভালবাসুন। কিন্তু দয়া করে, তাঁদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে বেশি ঢুকবেন না।” কার উদ্দেশে এ কথা লিখেছেন সৌমিতৃষা? তা নিয়ে হচ্ছে জল্পনা। যদিও কারও নাম উল্লেখ করেননি তিনি। সময়টা বেশ কিছু বছর ধরে বেশ ভালই যাচ্ছে সৌমিতৃষার। ‘মিঠাই’ ধারাবাহিকের মধ্যে দিয়েই দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। আর সেই কাজের সূত্র ধরেই এসেছে আরও বড় কাজ। দেবের বিপরীতে দেখা যাবে তাঁকে। ছবির নাম ‘প্রধান’। অগস্ট মাসে ওই ছবির শুটিং শুরু হওয়ার কথা। ছবিতে দেব ও সৌমিতৃষা ছাড়াও থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, দেবের বিপরীতে সুযোগ পাওয়ার পর থেকেই একের পর এক ট্রোলের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। অনেকেই সমালোচনা করে বলেছিলেন, তাঁর উচ্চতা কম, তিনি নাকি কোনওভাবেই ‘হিরোইন মেটেরিয়াল’ নন। যদিও তাঁর অনুরাগীরা দাঁড়িয়েছিলেন তাঁর পাশে। সৌমিতৃষা নিজেও নিজেকে বেশ বিশ্বাসী। যে সুযোগ তিনি পেয়েছেন সেই সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করতে চান তিনি। সেই কারণে ছক ও ভাঙছেন প্রতিমুহূর্তে। শেয়ার করছেন বোল্ড ছবি। ‘মিঠাই’য়ে বাইরে গড়ে তুলতে চাইছেন তাঁর নিজস্ব পরিচিতি, মিলছে এমন আভাসই। তাঁর এই চেষ্টা কতটা সাফল্য পায় তা জানা যাবে আগামী ডিসেম্বর। সব ঠিক থাকলে ওই সময়েই মুক্তি পাবে ‘প্রধান’।