Tejasswi-Karan Marriage: আদপে কি বিয়ে করবেন করণ-তেজস্বী, অবশেষে মুখ খুললেন অভিনেত্রী
Gossip: স্পষ্ট জানিয়ে দিলেন করণ কুন্দ্রা বিয়ের জন্য তৈরি, শুধু তিনি হ্যাঁ বললেই বেজে যাবে সানাই। অতিতেও করণকে বলতে শোনা গিয়েছে, তিনি বিয়ে করতে রাজি।
বেশ কয়েক বছর হল তেজস্বী প্রকাশ ও করণ কুন্দ্রা একে অপরের সঙ্গে সম্পর্ক রয়েছে। আনুষা দান্ডেকরকে ছেড়ে তেজস্বীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন করণ কুন্দ্রা। প্রাথমিকভাবে তেজস্বীর বাড়ি থেকে এই সম্পর্ক মেনে না নিলেও বর্তমানে তাঁরা সর্বাধিক চর্চিত জুটি। পরিবারের থেকেও সমস্তটা ঠিকঠাক। বিয়ের সানাই বাজলো বলে। তবে এই গুঞ্জন তো? গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে বলিউডে। বিয়ের কোনও খবর সামনে আসেনি এখনও। তবে কি বিয়ে নিয়ে কোনও সমস্যা তৈরি হয়েছে এই জুটির মধ্যে! এমনই প্রশ্ন যখন সর্বত্র চর্চায়, তখনই সম্পর্ক ও বিয়ে নিয়ে মুখ খুললেন তেজস্বী প্রকাশ।
স্পষ্ট জানিয়ে দিলেন করণ কুন্দ্রা বিয়ের জন্য তৈরি, শুধু তিনি হ্যাঁ বললেই বেজে যাবে সানাই। অতিতেও করণকে বলতে শোনা গিয়েছে, তিনি বিয়ে করতে রাজি। তবে তেজস্বী প্রকাশ এখন তাঁর কেরিয়ার নিয়েই ব্যস্ত। তিনি এখনই বিয়ে করতে চান না। আর কিছুটা সময় লাগবে তাঁর বলেই দাবি করেন অভিনেত্রী। তার এই মতকে সমর্থন করে ও সম্মান জানিয়ে বিয়ের কথা আপাতত ধামাচাপায় রেখেছে দুই পরিবার।
তবে করণ কুন্দ্রা রাজ্যে বেশ কয়েক মাস ধরেই বিয়ে করতে চাইছেন ও বিয়ের প্রসঙ্গে কথা বলতে চাইছেন, তা এক কথায় স্পষ্ট। যদিও এই নিয়ে কোনও মন্তব্যই করতে রাজি নন জুটি। বিয়ে স্থির হওয়া, কোন সময় করবেন, এই সকল সিদ্ধান্ত একান্ত তাঁদের ব্যক্তিগত। যখন ঠিক হবে তখন সে খবর চাপা রাখাও সম্ভব নয়, বলে দাবি করেন জুটি। তবে আপাতত যে কোনও সুখবর নেই, জুটির কথায় সে সত্য প্রকাশ্যে। এখন দেখার বিচ্ছেদ গুঞ্জনের মাঝে তাঁরা এক সঙ্গে বিয়ের পথে এগিয়ে যান, নাকি গুঞ্জনই সত্যি হয়ে ওঠে।