ডিম্পলের প্রশংসায় নোলানের চিঠি, গর্বিত জামাই অক্ষয়

“জামাই হিসাবে আমার জন্য গর্বের মুহূর্ত।"

ডিম্পলের প্রশংসায় নোলানের চিঠি, গর্বিত জামাই অক্ষয়
ডিম্পলের প্রশংসায় নোলানের চিঠি, গর্বিত জামাই অক্ষয়
Follow Us:
| Updated on: Dec 06, 2020 | 10:31 AM

সদ্যই ভারতে মুক্তি পেয়েছে ক্রিস্টোফার নোলানের নতুন ছবি ‘টেনেট’। এই ছবিতে অভিনয় করেছেন বর্ষীয়ান বলিউড অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। এমনিতেই নোলানের নতুন ছবি নিয়ে ভারতের একটা বড় অংশের সিনেমাপ্রেমীদের মধ্যে উন্মাদনার শেষ নেই। তার মধ্যে এই ছবিতে আবার অভিনয় করেছেন ডিম্পল। তার জন্য বেজায় খুশি বলি অভিনেত্রীর ফ্যানরা।

আর শাশুড়ির এমন সাফল্যে দারুণ খুশি হয়েছেন জামাই অক্ষয় কুমারও। ছবি রিলিজের ঠিক আগেই ডিম্পলের জন্য একটা চিঠি পাঠিয়েছিলেন নোলান। অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পেরে পরিচালক হিসেবে তিনি কতটা উচ্ছ্বসিত সে কথাই লিখেছিলেন চিঠিতে। সেই ছিঠির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আক্কি লিখেছেন শাশুড়ির এই সাফল্যে এটা তাঁর কাছে ‘গর্বিত জামাই’-এর স্পেশ্যাল মোমেন্ট।

চিঠির সঙ্গে নোলান এবং ডিম্পলের ছবি পোস্ট করে অক্ষয় লিখেছেন, “জামাই হিসাবে আমার জন্য গর্বের মুহূর্ত। ওঁর জায়গায় (পড়ুন ডিম্পল) থাকলে আনন্দে আত্মহারা হয়ে যেতাম। টেনেট ছবিতে মায়ের অসাধারণ কাজ দেখে আমি ভীষণ খুশি। গর্বিতও বটে। তোমায় খুব ভালবাসি মা।“ কিছুদিন আগে ডিম্পলের মেয়ে এবং অক্ষয় পত্নী টুইঙ্কল খান্নাও মায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। ‘টেনেট’ ছবিতে নোলানের সঙ্গে ডিম্পল কাজ করায় মায়ের জন্য যে মেয়েও ভীষণ ভাবে গর্ব অনুভব করেছিলেন সে কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন টুইঙ্কল।

আরও পড়ুন: টুইটে কঙ্গনাকে বিদ্ধ করে চার লাখ ফলোয়ার্স বাড়ল দিলজিতের

গত ৪ ডিসেম্বর শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে ‘টেনেট’। এই ছবির বেশ কিছু মুম্বইতে শ্যুট করা হয়েছে। ডিম্পল কাপাডিয়া ছারাও এই ছবিতে রয়েছেন একঝাঁক হলিউড তারকা। রবার্ট প্যাটিনসন, জন ডেভিড ওয়াশিংটন, এলিজাবেথ ডেবিকি ছাড়া আরও অনেককে দেখা গিয়েছে ক্রিস্টোফার নোলানের এই ছবিতে।