Nikhil Jain: পূজার বিয়েতে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে সাজানোর দায়িত্ব নিলেন নিখিল জৈন
গোয়ায় কুনাল বর্মার সঙ্গে সামাজিক মতে বিয়ে সেরেছেন পূজা। সেই বিয়েতে টলিপাড়া থেকে হাজির ছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। সেখানেই নিখিলের ব্র্যাণ্ডের সাবেকি পোশাকে সেজেছেন তাঁরা।
একটা ইভেন্ট, আর তাতেই অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের সঙ্গে বন্ধুত্ব বেশ ভালই জমে উঠেছে নিখিল জৈনের। পূজা বন্দ্যোপাধ্যায়ের বিয়েতে টলিপাড়ার ওই কাপলকে সাজানোর দায়িত্বও নিয়ে নিলেন তিনি, এ খবর শেয়ার করেছেন খোদ নিখিলই। নিখিলের দুই পোশাক বিপণনী সংস্থা রঙ্গোলী ও রাঞ্ঝের পোশাকেই সেজেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা।
গোয়ায় কুনাল বর্মার সঙ্গে সামাজিক মতে বিয়ে সেরেছেন পূজা। সেই বিয়েতে টলিপাড়া থেকে হাজির ছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। সেখানেই নিখিলের ব্র্যাণ্ডের সাবেকি পোশাকে সেজেছেন তাঁরা। নিখিলের সঙ্গে তাঁদের বন্ধুত্ব যে খুব পুরনো এমনটা নয়, সে কথা জানিয়েছিলেন অঙ্কুশই। দিন কয়েক আগে নিখিল পুরুষদের পোশাকের ব্র্যান্ড রাঞ্ঝ লঞ্চ করেছেন। লঞ্চ পার্টিতে হাজির ছিলেন টলিপাড়ার একাধিক চেনা মুখ। হাজির ছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলাও। দোস্তির শুরু সেখানেই, যার রেশ এখনও জারি।
কী পরেছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা? রানি রঙের শাড়ি পরেছিলেন ঐন্দ্রিলা। অঙ্কুশ পরেছিলেন ধুতি পাঞ্জাবি। পোশাকে ছিল বাঙালিয়ানার ছোঁয়া। নিখিলের দৌলতেই গোয়ায় এক টুকরো বাঙালিয়ানা ছড়িয়ে এলেন ওই সেলেব কাপল। অতীত ভুলে আবারও কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন নিখিল। নিজের ব্র্যান্ডে নিজেই হয়েছেন মডেল। যদিও নুসরত মা হওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন নিখিল।
নিখিল বলেছিলেন, “নতুন জীবনে প্রবেশ করল ও। মা হল নুসরত। সদ্যোজাতকে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করছি ওকে। খুব ভাল থাকুক।” দেখতে যাবেন মা ও তাঁর সন্তানকে? পাশাপাশি যদিও জানিয়েছিলেন সদ্যোজাত ও তাঁর মা’কে তিনি দেখতে যাবেন না। বলেছিলেন, “সত্যি কথা বলতে বাচ্চাটিকেও দেখতে চাই না। তার কারণ একটাই, বিগত কিছু মাস ধরে আমার আর নুসরতের মধ্যে দূরত্ব বাচ্চাটির মধ্যে কোনও প্রভাব ফেলুক তা আমি চাই না। তবে আমি যা চাই তা হল বাচ্চাটি খুব ভাল থাকুক। সবচেয়ে সুখী ব্যক্তি হয়ে উঠুক। আপনাদের মাধ্যমেই ওদেরকে শুভেচ্ছা। ভগবান আমার শুভকামনা বাচ্চাটিকে পৌঁছে দেবে ঠিক।”
View this post on Instagram