ইউভান যখন ‘ছোট্ট শিব’, এই ভাইরাল ভিডিয়ো মন ভাল করবেই আপনার
ভিডিয়োটি শেয়ার করেছেন দেবশ্রী। জুবিন নওটিয়ালের গলায় রাতা লম্বিয়া বাজছে ব্যাকগ্রাউন্ডে। কোঁকড়ানো চুল আর মিষ্টি হাসিতে মাসির সঙ্গে মাসির মতো করেই পোজ দিচ্ছে ১১ মাসের ইউভান।
মাসি দেবশ্রী গঙ্গোপাধ্যায় ভালবেসে তাকে ডাকেন ‘নানহা শিব’, আর দেবশ্রী নিজে ইউভানের মামমাম– রাখি উৎসব উপলক্ষে এক সঙ্গে হাজির হয়েছিল গঙ্গোপাধ্যায় ও চক্রবর্তী পরিবার। আর সেই অনুষ্ঠানেই মাসির সঙ্গে ইউভানের এক ভিডিয়ো মন ভাল করে দেবে আপনার।
ভিডিয়োটি শেয়ার করেছেন দেবশ্রী। জুবিন নওটিয়ালের গলায় রাতা লম্বিয়া বাজছে ব্যাকগ্রাউন্ডে। কোঁকড়ানো চুল আর মিষ্টি হাসিতে মাসির সঙ্গে মাসির মতো করেই পোজ দিচ্ছে ১১ মাসের ইউভান। কখনও আকাশ রঙা পাঞ্জাবি আবার কখনও বা টি-শার্টে ছোট্ট ইউভান এই বয়সেই ফ্যাশান পটু। ভিডিয়োটি ভাইরাল হয়েছে। শুভশ্রীর বিভিন্ন ফ্যানক্লাব থেকে তা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নানাবিধ সোশ্যাল পেজে। মন কেড়েছে। ইউভানের নির্মল হাসি দেখে নেটিজেনরাও খুঁজে পেয়েছেন এক অনাবিল প্রশান্তি। যে হাসি নিছকই ভুয়ো বা মিথ্যে নয়, যে হাসিতে নেই কোনও চটুলতা।
সেপ্টেম্বরেই এক বছর পূর্ণ হবে ইউভানের। স্টার কথার অর্থ বোঝার আগেই সে স্টার। সৌজন্যে সেলিব্রিটি বাবা-মা-মাসি। তাঁদের সোশ্যাল মিডিয়ায় ঢুঁ দিলে দেখা যায় ইউভানেরই মুহূর্তরা বন্দি হয়েছে ফ্রেমে। কখনও বাবা রাজ চক্রবর্তীর প্রথম বাইকে পোজ আবার কখনও বা প্রথম বার আম খাওয়া– সেলেব সন্তান বলে সে ট্রোলও হয় আবার ভালবাসাতেও ভরিয়ে দেন ভক্তরা। প্রশংসা করেন পরিবারের সকলের সঙ্গে রাজ-শুভশ্রীর ঘরোয়া উদযাপন। ঠিক যেমন এবারের রাখিও ঘরোয়া ভাবেই পালন করেছেন ওঁরা।
View this post on Instagram
অন্যদিকে ছেলে সংসার সামলে মা শুভশ্রীও ফিরেছেন বড় পর্দায়। কোভিড পর্বে অনেক ঝড় সামলেছেন শুভশ্রী। শ্বশুরমশাইয়ের মৃত্যু, পরিবারের একাধিক সদস্য কোভিডে আক্রান্ত হওয়া, নিজেও অসুস্থ ছিলেন কিছুদিন। ইউভানকে বড় করে তোলার গুরু দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কাজেও ফিরেছেন। মা হওয়ার পর মেয়েদের শারীরিক কিছু পরিবর্তন স্বাভাবিক। শুভশ্রীও তার ব্যতিক্রম নন। কিন্তু ক্যামেরার সামনে আসতেই তাঁকে বডি শেমিংয়ের শিকার হতে হয়। সরাসরি কিছু না বললেও পরোক্ষে তার জবাব দিয়েছেন নায়িকা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্ন, উত্তর সেশনে শুভশ্রীর ওজন বাড়া নিয়ে বিরূপ মন্তব্য করেন এক দর্শক। শুভশ্রীর কস্টিউম ডিজাইনারকে ওই দর্শক পরামর্শ দেন, নায়িকার জন্য এমন পোশাক তৈরি করতে হবে, যাতে তাঁর অতিরিক্ত ওজন বোঝা না যায়। তখন শুভশ্রীর সমর্থনে এগিয়ে আসেন তাঁর কস্টিউম ডিজাইনার। পোস্ট প্রেগন্যান্সি শারীরিক পরিবর্তন নিয়ে শুভশ্রীর সমর্থনে কথা বলেন তিনি। আর সেই পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন শুভশ্রী। তবে নিয়মিত শরীরচর্চা, পরিমিত ডায়েটের চেনা রুটিন ধীরে ধীরে ফিরেছেন শুভশ্রী। অতিরিক্ত মেদ ঝরিয়ে ঝরঝরে হতে চান। সে একান্তই পেশাদারি প্রয়োজনে। বডি শেমিংয়ের শিকার হয়ে নয়। বরং এই শরীরচর্চা তাঁর পছন্দের বিষয়। সে কারণেই নিজেকে ভাল রাখতে এই পথ বেছে নিয়েছেন তিনি। ডায়েট মেনে চলছেন দেবশ্রীও। তিনিও রাজর্ষি দে’র আবার কাঞ্চনজঙ্ঘা ছবির মাধ্যমে ডেবিউ করতে চলেছেন। আর এই দুই বোনের চোখের মণি হয়ে ইউভান করছেন রাজত্ব, হাজার হোক ‘রাজ-পুত্র’ বলে কথা…!