বধূ নির্যাতনের অভিযোগ ‘বাবা’র বিরুদ্ধে, পিতৃ দিবসে মা দেবশ্রীকে খোলাচিঠি ছেলের

২০২১-এর ২ এপ্রিল অমিতের সঙ্গে বিয়ে হয় দেবশ্রীর। অনীশ দেবশ্রীর প্রথম পক্ষের সন্তান। বিয়ের ঠিক এক দিন পর টিভিনাইন বাংলাকে দেবশ্রী জানিয়েছিলেন অমিতের সঙ্গে তাঁর বিয়ের সিদ্ধান্ত সবার আগে জেনেছিলেন ছেলে অনীশই।

বধূ নির্যাতনের অভিযোগ 'বাবা'র বিরুদ্ধে, পিতৃ দিবসে মা দেবশ্রীকে খোলাচিঠি ছেলের
ছেলের সঙ্গে দেবশ্রী
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2021 | 8:49 PM

পিতৃদিবসের ঠিক দু’দিন আগে ‘বাবা’ অমিত ভাটিয়াকে বধূ নির্যাতন, প্রতারণাসহ একাধিক অভিযোগে গ্রেফতার করেছিল বিধাননগর পুলিশ। রবিবার বাবাদের দিনে মা দেবশ্রী গঙ্গোপাধ্যায়কেই খোলা চিঠি লিখলেন ছেলেন অনীশ। লিখলেন, দেবশ্রী শুধু তাঁর মা নন, একই সঙ্গে বাবাও।

অনীশের সেই খোলা চিঠির প্রথম লাইন বলছে, “হ্যাপি ফাদার্স ডে, মম…”। অনীশ আরও লিখেছেন, “বাবা হওয়া অনেক বড় দায়িত্বের ব্যাপার। কিন্তু তুমি তো মায়ের পাশাপাশি বাবাও। তুমি শুধু আমার অনুপ্রেরণা নও, অনেক নারীর অনুপ্রেরণা। সব সময় তোমার সঙ্গে আছি মা, ভালবাসি।”

View this post on Instagram

A post shared by Aneesh (@cheeyaaraneesh)

২০২১-এর ২ এপ্রিল অমিতের সঙ্গে বিয়ে হয় দেবশ্রীর। অনীশ দেবশ্রীর প্রথম পক্ষের সন্তান। বিয়ের ঠিক এক দিন পর টিভিনাইন বাংলাকে দেবশ্রী জানিয়েছিলেন অমিতের সঙ্গে তাঁর বিয়ের সিদ্ধান্ত সবার আগে জেনেছিলেন ছেলে অনীশই। আপত্তি তো করেনই নি, বরং খুশি হয়েছিলেন খুব। মা’কে নতুন করে জীবন শুরু করার যাত্রায় দিয়েছিলেন শুভেচ্ছা বার্তাও।

আরও পড়ুন-অমিতই আমার ছেলেকে এসে বলল আমরা বিয়ের কথা ভাবছি: দেবশ্রী গঙ্গোপাধ্যায়

কিন্তু দু’মাস কাটতে না কাটতেই বিয়েতে সৃষ্টি হয়েছে জটিলতা। স্বামীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন শুভশ্রীর দিদি। সোশ্যাল মিডিয়া থেকেও মুছে ফেলেছেন বিয়ের যাবতীয় ছবি। অনীশ রয়েছেন মা’র পাশেই, শক্ত দেওয়াল হয়ে। বিশেষ দিনে সেই বার্তাই দিলেন তিনি।