কলেজ প্রেমকে বিবাহের রূপ দিতে চলেছেন অমৃতা-সমদর্শী, বাধ সাধছে পরিবার?
মাস খানেক আগেই ইচ্ছে ছবির দশ বছর পূর্ণ হল। ওই ছবি দিয়েই অভিনয় জগতে পা রেখেছিলেন সমদর্শী। কিন্তু ‘ইচ্ছে’ ছবিতে অভিনয়ের পর পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আর কোনও ছবিতে কেন আর দেখা গেল না তাঁকে, এ নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন তিনি...
কলেজে ফুরফুরে প্রেম ছিল তাঁদের। জমাটি প্রেম বিয়েতে গড়াতেই যত সমস্যা। কথা হচ্ছে অমৃতা চট্টোপাধ্যায় ও সমদর্শী দত্তর। আসন্ন ওয়েব সিরিজ গাঙ্গুলিস ওয়েড গুহ-তে এমনই এক প্রেমের আখ্যান শোনাতে আসছেন ওই দুই অভিনেতা। সিরিজে অমৃতার নাম মধুরা। আর সমদর্শীর চরিত্রের নাম প্রণয়। শুধুই অভিনয় নয়, এই সিরিজ দিয়েই ওয়েব দুনিয়ার পরিচালক হিসেবে পা রাখতে চলেছেন সমদর্শী।
শিরোনাম দেখেই আঁচ করা যায় গাঙ্গুলি ও গুহ এই দুই পরিবারকে নিয়েই সিরিজ। মতাদর্শগত দিক দিয়ে দুই পরিবার একেবারেই আলাদা। চাপা উত্তেজনা, সন্দেহ, গোপনীয়তাকে সঙ্গী করে বিয়ে এগবে কতদূর, তা জানতেই আপনাকে চোখ রাখতে হবে ৭টি পর্বের এই ওয়েব সিরিজে। দেখা যাবে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে। সিরিজে অমৃতা-সমদর্শী ছাড়াও দেখা যাবে সুদীপা বসু, শুভ্রজিৎ দত্ত, সৌম্য সেনগুপ্ত, রানা বসু ঠাকুর, ইপ্সিতা দেবনাথ সহ অনেককেই।
মাস খানেক আগেই ইচ্ছে ছবির দশ বছর পূর্ণ হল। ওই ছবি দিয়েই অভিনয় জগতে পা রেখেছিলেন সমদর্শী। কিন্তু ‘ইচ্ছে’ ছবিতে অভিনয়ের পর পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আর কোনও ছবিতে কেন আর দেখা গেল না তাঁকে, এ নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন তিনি। তিনি বলেন, “এই কারণটা আমিও জানি না। ‘বেলাশেষে’-এর অফার আমাকে করা হয়েছিল এটা যদি শিবুদা বলে থাকেন, তা হলে তাই হবে। কিন্তু আমার কাছে এর কোনও উত্তর নেই। সকলেরই তো আলাদা জার্নি থাকে। সেদিক থেকে দেখতে গেলে আমাদের জার্নি একসঙ্গে শুরু হয়েছিল। তখন ‘ইচ্ছে’ হয়েছিল। যার জন্যে আমি খুব কৃতজ্ঞ। সেটাই আমি বলতে চাই।”
অন্যদিকে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সমদর্শীকে আমরা পেতে চেয়েছিলাম। কিন্তু সমদর্শী আমাদের সিনেমা করতে চায়নি। ‘বেলাশেষে’ ছবিতে ছোট জামাইয়ের চরিত্রটা ওঁকে অফার করা হয়েছিল। কিন্তু চরিত্রটা ওঁর পছন্দ হয়নি। পরে ওই চরিত্রে অভিনয় করে অনিন্দ্য। হয়তো কোনও কারণে আমাদের সমদর্শীর সঙ্গে আর কাজ করা হয়ে ওঠেনি। আগামীতে নিশ্চয়ই আমরা একসঙ্গে কাজ করব।”
সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যর একটি উপন্যাসের গল্প অবলম্বনে তৈরি হয়েছিল ‘ইচ্ছে’। মা ও ছেলের সম্পর্কের এক অনন্য কাহিনি। মা মমতার তাঁর ছেলের ব্যাপারে অসম্ভব অধিকারবোধ। চরিত্রটিতে অসম্ভব ভাল অভিনয় করেছিলেন সোহিনী সেনগুপ্ত। ছেলে রানার চরিত্রে দেখা গিয়েছিল সমদর্শী দত্তকে। আবারও তিনি ওই প্রযোজনা সংস্থার ছবিতে ফিরবেন কিনা তা সময়ই বলবে তবে আপাতত তাঁর পরবর্তী লক্ষ্য এই ওয়েব সিরিজ।
আরও পড়ুন- এই অভিনেত্রীর প্রাক্তনের সঙ্গেই নতুন সম্পর্কে জড়ালেন শ্রীমা?