Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manali Manisha Dey: পথেই বিপত্তি, গাড়ি থেকে মাঝরাস্তায় নামিয়ে দেওয়া হল মানালিকে

টিভিনাইন বাংলাকে অভিনেত্রী জানিয়েছেন, প্রতিদিনের মতো এ দিনও মেগার শুটে যাচ্ছিলেন তিনি। নিয়েছিলেন উবের। তাঁর তাড়া ছিল। কিন্তু গাড়ি বেহালা চৌরাস্তার মুখে পৌঁছতেই কয়েকজন অচেনা যুবক তাঁদের গাড়ি ঘিরে ধরে।

Manali Manisha Dey: পথেই বিপত্তি, গাড়ি থেকে মাঝরাস্তায় নামিয়ে দেওয়া হল মানালিকে
গাড়ি থেকে মাঝরাস্তায় নামিয়ে দেওয়া হল মানালিকে
Follow Us:
| Edited By: | Updated on: Feb 15, 2022 | 5:29 PM

মঙ্গলবার দুপুরে ঘোর বিপত্তি। শুটিংয়ে যাওয়ার সময় ক্যাবসংস্থা উবেরের এক ক্যাব থেকে মাঝরাস্তায় নামিয়ে দেওয়া হল অভিনেত্রী মানালি দে’কে। জানা যাচ্ছে, সেই সময় বেহালা চৌরাস্তার মোড়ে ছিল অভিনেত্রীর গাড়ি। ঠিক কী হয়েছিল?

টিভিনাইন বাংলাকে অভিনেত্রী জানিয়েছেন, প্রতিদিনের মতো এ দিনও মেগার শুটে যাচ্ছিলেন তিনি। নিয়েছিলেন উবের। তাঁর তাড়া ছিল। কিন্তু গাড়ি বেহালা চৌরাস্তার মুখে পৌঁছতেই কয়েকজন অচেনা যুবক তাঁদের গাড়ি ঘিরে ধরে। উবেরের গাড়ি দেখেই নেমে যেতে বলা হয় মানালিকে। শুধু মানালি নন, আশেপাশে অন্যন্যা উবের থেকেও যাত্রীদের নেমে যাওয়ার জন্য রীতিমতো জোর দেওয়া হয়। কিছুক্ষণ বচসা চলে। কিন্তু ঝামেলা এড়াতেই বাধ্য হতেই রাস্তার মাঝেই নেমে যেতে হয় তাঁকে।

তাঁর কথায়, “তাঁরা কে, কী করেন আমি জানি না। তাঁদের আমি চিনিও না। আমাকে হঠাৎই নেমে যেতে বলা হয়। কারণ জিজ্ঞাসা করলেই বলেন যে উবের গাড়ি যাবে না।” ফেসবুকের একটি লাইভও করেন মানালি। সেখানে জানান অসুবিধের কথা। এর পরেই যদিও ইন্ডাস্ট্রি থেকে মেলে তৎক্ষণাৎ সাহায্য। ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের গাড়ি করে কিছুটা পৌঁছন তিনি। সেখান থেকে প্রযোজনা সংস্থা গাড়িতে পৌঁছন শুটিং ফ্লোরে। মানালি জানিয়েছেন, এ দিনের ঘটনায় তিনি খুবই বিরক্ত। তবে এখনও পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ তিনি দায়ের করেননি।

সেটে পৌঁছে ফেসবুকেও এক পোস্ট দিয়েছেন তিনি। অনুরাগীদের জানিয়েছেন, তিনি পৌঁছে গিয়েছেন। লিখেছেন, “সকলে সাবধানে থাকুন এবং অ্যাপ ক্যাবে ট্র্যাভেল করার সময় বুঝেশুনে ট্র্যাভেল করবেন।” এই মুহূর্তে ধুলোকণা ধারাবাহিকে মূখ্য চরিত্রে অভিনয় করছেন মানালি। এই সপ্তাহে টিআরপি’র নিরিখে তাঁর ধারাবাহিক দ্বিতীয় স্থানে। যাচ্ছিলেন তারই শুটে, তারই মধ্যে এ হেন বিড়ম্বনায় কার্যত বিব্রত অভিনেত্রী।

 

আরও পড়ুন- প্রেম দিবসে তিন পুরনো প্রেমের আখ্যান, সৃজিতের অন্য প্রেম!

আরও পড়ুন- ‘বরফি’র অফার ফিরিয়ে দিয়েছিলেন ক্যাটরিনা, নেপথ্যে কোন কারণ?