‘ভালবাসা তো ভালবাসাই …’, বিশেষ মাসে ভেদাভেদহীন প্রেমের বার্তা মিমির
খোলা চুল আর মোহময়ী চোখে মিমির মুখে ফুটে উঠছে এক অদ্ভুত 'গর্ব'... যে গর্বের রেশ জারি এই গোটা মাস জুড়েই। যে গর্ব লিঙ্গভেদ ভুলে ভালবাসার কথা বলে।
“আই গেট দোজ গুজবাম্পস এভরি টাইম…ইউ কাম অ্যারাউন্ড…ইউ ইজ মাই মাইন্ড, ইউ মেক এভরিথিং ফিল ফাইন…”
পেছনে একটানা বেজে চলেছে ট্রাভিস স্কটের গান। প্রেমের গান, ভালবাসার গান, ভেদাভেদহীন আবেগের উদযাপনের গান। খোলা চুল আর মোহময়ী চোখে মিমির মুখে ফুটে উঠছে এক অদ্ভুত ‘গর্ব’… যে গর্বের রেশ জারি এই গোটা মাস জুড়েই। যে গর্ব লিঙ্গভেদ ভুলে ভালবাসার কথা বলে।
View this post on Instagram
প্রাইড মান্থে আবারও সমাজের কিছু মানুষের চোখে আজও ‘ব্রাত্য’ সমকামীদের ভালবাসা উদযাপনে উদ্বুদ্ধ করার জন্য একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। তিনি লিখেছেন, “তোমাদের সবাইকে বলছি, যাঁদের আমি চিনি, বাঁ যাঁদের চিনি না…সবাইকেই বলছি তুমি গর্বের সঙ্গে উদযাপিত হও।” হ্যাশট্যাগে লিখেছেন #প্রাইডমান্থ, #লাভইজলাভ।
আরও পড়ুন-‘সব শেষ’, করোনায় বাবা-মা দু’জনকেই হারালেন ইউটিউবার ভুবন বাম
লিঙ্গভেদে ভালবাসাউ বিশ্বাসী নন মিমি, সে কথা তাঁর পরিচিত বৃত্তে বলেছেন বহুবারই। তাই এই বিশেষ মাসে মিমির বার্তা ভালবাসা হোক সকলের মধ্যে, নারী-পুরুষের ভালবাসার সঙ্গে সঙ্গে সমপ্রেমকেও মেনে নিক এই সমাজ।