Viral Post: শনিবার সকালে মিঠুনের অসুস্থ হওয়ার ভুয়ো খবর ভাইরাল, পুরোনো ছবি ঘিরে নেটপাড়ায় চাঞ্চল্য
Mithun Chakraborty: মাধবী মুখোপাধ্যায়ের পর আবারও উদ্বেগের খবর, হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী।
শনিবার সকালেই ছড়িয়ে পড়ল ভয়ানক খবর, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রবীণ অভিনেতা। শিড়দাঁড়ার যন্ত্রণায় সমস্যা, প্রাথমিক চিকিৎসার পরই হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত। সেখানেই এখন চিকিৎসাধীন ডিস্কো ডান্সার। খবর সামনে আসার পরই উদ্বেগ তুঙ্গে। সিনে দুনিয়ায় আবারো উদ্বেগের খবর। সোশ্যাল মিডিয়ার পাতায় একের পর এক ছবি পোস্ট হতে শুরু করে। ভক্তদের মনে উদ্বেগ জাগে, অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় শুক্রবারই হাসপাতালে ভর্তি হয়েছেন, তা নিয়ে ইতিমধ্যেই ভক্তের কপালে চিন্তার ভাঁজ। তারই মাঝে প্রবাদ প্রতীম অভিনেতা মিঠুন চক্রবর্তীর অসুস্থতার খবর এলো সামনে। এখন কেমন আছেন অভিনেতা, সামনে এল আসল খবর।
Get well soon Dada…@ Mithun Chakraborty ❤️ তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো দাদা ❤️ pic.twitter.com/g4B6eNO98x
— SANJOY @ 07 (@SanjoyD02858380) April 30, 2022
তবে বর্তমানে ভাল রয়েছেন মিঠুন চক্রবর্তী। সমস্ত ঘটনাটাই পুরোনো, কয়েকদিন আগে কয়েকঘণ্টার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে, প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয়েছিল হাসপাতাল থেকে। এই খবরের ফলেই বর্তমানে স্বস্তিতে ভক্তরা। এখন তিনি ভালই আছেন। বাড়িতেই রয়েছেন অভিনেতা। কয়েকদিন আগে বেঙ্গালুরুতে গিয়ে অসুস্থ হয়ে যান, তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় সেখানে কয়েক ঘণ্টার জন্য। সেই সময়ই বিজেপি নেতা অনুপম হাজরা বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন। যা নেট দুনিয়ায় হঠাৎই ভাইরাল। সেই ছবি দেখেই ভক্তরা দ্রুত আরোগ্য কামনা করতে শুরু করেন, খবর ছড়িয়ে পড়ে অসুস্থ মিঠুন চক্রবর্তী, তবে এখন তিনি সুস্থই রয়েছেন সূত্রের খবর।
আরও পড়ুন- Rukmini Maitra: জাহ্নবী ও রুক্মিনীর জীবনে আক্ষেপ একই, চোখের জলে যে স্মৃতি ফিরে আসে বারবার
আরও পড়ুন- Samantha Prabhu: তিন মিনিটের জন্য ৫ কোটি! নোরাকে কড়া টক্কর দিয়ে পুষ্পায় জায়গা করেছিলেন সামান্থা
আরও পড়ুন- Shilpa Shetty: হীরের আংটির টোপ, লোভ সামলাতে না পেরেই তড়িঘড়ি জীবনের বড় সিদ্ধান্ত নিয়েছিলেন শিল্পা