Nusrat-Yash: যশের প্রেমে হাবুডুবু নুসরত, নীল সমুদ্রে জুটির রোম্যান্স দেখে কী লিখলেন বন্ধু তনুশ্রী?
Nusrat Jahan: সাম্প্রতিক থাইল্যান্ডের ট্রিপের ছবি শেয়ার করে নিয়েছেন নায়িকা। আর তা দেখে ঘনিষ্ঠ বন্ধু তনুশ্রী চক্রবর্তী বিহ্বল। কী লিখেছেন মন্তব্য বাক্সে?

সত্যিই যেন প্রেমের জোয়ার। চারিদিকে নীল জলরাশি। এরই মাঝে কাছাকাছি যশ-নুসরত। নীল পোশাক জড়িয়ে যশ দাশগুপ্তের বাহুলগ্না বসিরহাটের সাংসদ। চারিদিকে নয়নাভিরাম দৃশ্য। সাম্প্রতিক থাইল্যান্ডের ট্রিপের ছবি শেয়ার করে নিয়েছেন নায়িকা। আর তা দেখে ঘনিষ্ঠ বন্ধু তনুশ্রী চক্রবর্তী বিহ্বল। কী লিখেছেন মন্তব্য বাক্সে?
বন্ধুর প্রেম চাক্ষুষ করেছেন প্রথম থেকেই। এমনকি নুসরত যখন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন যে গুটিকয়েক মানুষ ‘খবর’টি জানতেন তার মধ্যে তনুশ্রী অন্যতম। তাই তাঁদের প্রেম আরও একবার তনুশ্রীর মন্তব্য, “ওলে বাবালে, পারি না, পারি না”। এ প্রেম যে সবটাই তার কাছে পরিচিত। ইন্ডাস্ট্রির সূত্র বলে, নুসরত অন্তঃসত্ত্বা থাকাকালীন তনুশ্রী ও শ্রাবন্তী সঙ্গেই বেশ কিছু সময় কাটয়েছেন। ট্র্যাকে নাকি তখন ছিলেনই না একদা ‘বোনুয়া’ মিমি চক্রবর্তী। তারপর জল অনেকে গড়িয়েছে। সম্পর্কের শীতলতা কাটিয়ে আবারও কাছাকাছি মিমি-নুসরত। অন্যদিকে নুসরত যখন ট্রোল্ড হচ্ছিলেন অবিরাম, তাঁর বৈবাহিক জীবন, নিকিলের সঙ্গে বিয়ে অস্বীকার ইত্যাদি নানা কারণে যখন তাঁকে করা হয়েছিল কটাক্ষ সঙ্গে ছিলেন তনুশ্রী। ইন্ডাস্ট্রি এও বলে তনুশ্রী নাকি খুব ভাল ‘সিকরেট কিপার’। অর্থাৎ তাঁর কাছে নিশ্চিন্তে শেয়ার করা যায় সব কিছুই। সে যাই হোক না কেন, বিতর্কের পাশাপাশি আরও এক কারণে এই মুহূর্তে নুসরত জাহান হয়ে উঠেছেন ‘টক অব দ্য টাউন’।
মুম্বইয়ের ডাক এসেছেন তাঁর কাছে। ডেকেছেন খোদ সলমন খান। সলমন খানের বিগবসের অফার পেয়েছেন। শোনা যাচ্ছে কথাবার্তাও এগিয়েছে বহুদূর। সব ঠিক থাকলে বিগবসের এই সিজনের অংশ হবেন বসিরহাটের সাংসদ। অন্যদিকে দিব্যা খোসলা কুমারের সঙ্গে বলিউডে অভিনয় করবেন যশ। প্রথম শিডিউল শেষ হয়ে গিয়েছে কবে আর দ্বিতীয় শিডিউলের জন্য কিছুদিন আগেই যশ উড়ে গিয়েছিলেন মুম্বই। আপাতত টলিউড নয় এই দুই কাছের মানুষের আস্তানা হতে চলেছে আরব সাগরের তীরের ওই মায়ানগরী। টলিউড কি তবে চলে যাবে বিস্মৃতির আড়ালে? সে উত্তর দেবে সময়।
View this post on Instagram





