Ritwick Chakraborty: একের পর এক নোটিস অভিনেতাকে, কলকাতা পুলিশের বিরুদ্ধে সরব ঋত্বিক

Viral Post: স্পষ্ট উল্লেখ করলেন কবে কীভাবে, কী কী কারণে তাঁকে কেস পাঠানো হয়েছে। অভিনেতার অনুমান কেবল তাঁর সঙ্গেই নয়, এমনটা অনেকের সঙ্গে হয়তো ঘটছে। এরপর সমস্ত কেসের স্ক্রিনশট নিয়ে একটি দীর্ঘ পোস্ট করেন তিনি।

Ritwick Chakraborty: একের পর এক নোটিস অভিনেতাকে, কলকাতা পুলিশের বিরুদ্ধে সরব ঋত্বিক
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2023 | 8:06 PM
অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন তিনি। তবে এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন অভিনেতা। কলকাতা ট্রাফিক পুলিশের কাণ্ড দেখে রীতিমত অবাক তিনি। একের পর এক কেস। তাঁর গাড়ির নম্বরে মাসে গড়ে কতগুলো যে অভিযোগ আসছে তা তিনি নিজেও বুঝতে পারছেন না। এক অদ্ভুত মিলও খুঁজে পেলেন তিনি সেই কেসের তালিকা দেখে। এবার একপ্রকার বাধ্য হয়ে সকলের নজরে বিষয়টাকে আনতেই তিনি সরব হলেন। মঙ্গলবার রাতে দীর্ঘ এক পোস্ট করলেন তিনি। যেখানে স্পষ্ট উল্লেখ করলেন কবে কীভাবে, কী কী কারণে তাঁকে কেস পাঠানো হয়েছে। অভিনেতার অনুমান কেবল তাঁর সঙ্গেই নয়, এমনটা অনেকের সঙ্গে হয়তো ঘটছে। এরপর সমস্ত কেসের স্ক্রিনশট নিয়ে একটি দীর্ঘ পোস্ট করেন তিনি।
কী লিখলেন অভিনেতা পোস্টে- 
একটা প্যার্টান লক্ষ্য করলাম! বাকিদের সাথে পর্যবেক্ষণটা ভাগ করতে চাই। ছবিতে “কোল.পোল” আমাকে পাঠানো sms এর স্ক্রিনশট আছে। দেখুন কেমন পছন্দসই মাসে ১০টা থেকে ১২টা কেস দেবে বলে একটা নির্বোধ -কাঁচা- চাঁদাবাজির (extortion নাকি অন্যকিছু বলে?!) বন্দোবস্ত করেছে কোল-পোল”। বিশেষ মাসপ্রতি দুটো করে sms. প্রথমটায় দুটো ট্রাফিক ভায়োলেশন এর নোটিশ, ২/৩ দিন পর ৮ বা তার অধিক ট্রাফিক ভায়োলেশান-এর নোটিশ। মানে মাঝের ২ দিনেই ৮/৯ বার ট্রাফিক ভায়োলেশান??!!! তাইনাকি ভাইটু?? মাঝে ১-২ মাস করে চুপ। তারপর আবার যেরম কে যেরম!! জানি না সেই সময় বোধহয় এই প্যার্টান অন্যের সঙ্গে ঘটছে। এই ভাবেই চলছে… আমার এটাকে করদাতাকে নির্লজ্জভাবে লোটার প্ল্যান মনে হচ্ছে সাদা চোখে।
গত কাল ২টো ট্রাফিক ভায়োলেশান-এর নোটিশটা এসে গেছে, পরেরটা এলে জানাবো। বেশ একটা ট্র্যাক থাকবে… কিংবা যদি প্যার্টান বদলায় তাহলেও। আপনাদের অভিজ্ঞতা এব্যাপারে কেমন?