Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Da-Bangg Tour: মধ্যরাতে শহরে সলমন, মমতার সঙ্গে সাক্ষাতেই পরেই হবে ‘ধামাকা’

Salman Khan: এদিন রাত ১২.১৫ নাগাদ শহরে পা রাখার কথা সলমন খানের ঐ দিনের অনুষ্ঠানে না থাকলেও, অনুষ্ঠানের আগেই আলাদা করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করবেন ভাইজান। কালীঘাটেই হবে সৌজন্য সাক্ষাৎ এমনটাই জানা গিয়েছে সূত্র মারফৎ। সাক্ষাৎ শেষে দুজনে মিলে প্রেস ব্রিফিংও করতে পারেন বলে জানা গেছে।

Da-Bangg Tour: মধ্যরাতে শহরে সলমন, মমতার সঙ্গে সাক্ষাতেই পরেই হবে 'ধামাকা'
সলমন-মমতা
Follow Us:
| Edited By: | Updated on: May 12, 2023 | 5:51 PM

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সলমন খানের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। বক্স অফিসে সেই ছবি মুখ থুবড়ে পড়েছে। তাতে অবশ্য ভাইজান এর জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। তাই ১৩ বছর পর ‘দাবাং-দ্য ট্যুর রিলোডেড’ নিয়ে তাঁর কলকাতা সফর ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। আজ রাত ১২ টার পর তিলোত্তমায় পা রাখার কথা সল্লু মিঞার। সূত্রের খবর, শনিবার শো এর আগে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে দেখা করার কথাও রয়েছে তাঁর।

জল্পনা ছিল বহুদিন ধরেই। ‘দাবাং-দ্য ট্যুর রিলোডেড’ অনুষ্ঠানেই এই বছরের জানুয়ারিতেই কলকাতায় পা রাখার কথা ছিল সলমনের। ইকো পার্কে কনসার্টের বন্দোবস্তও প্রায় সেরে ফেলেছিলেন উদ্যোক্তারা। ২০ জানুয়ারি কলকাতায় ‘দাবাং ট্যুর’-এর কলকাতা চ্যাপ্টারের মঞ্চে, ‘ভাইজানে’র সঙ্গে কলকাতা কাঁপাতে হাজির থাকার কথা ছিল সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, গুরু রন্ধাওয়া, প্রভু দেবা, পূজা হেগড়ে, আয়ুষ শর্মা, সুনীল গ্রোভার, মনীষ পল ও কামাল খানের। অরিজিৎ সিং এর শো বাতিল হবার পরেই এই শো ঘিরেও অনিশ্চয়তা তৈরি হয়। তারপরই নতুন করে আবার সলমনের ডেট নিয়ে নতুন ভেন্যু বেছে নেওয়া হয়। তারপরই তার সঙ্গে জুড়ে গিয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানও। ফলে ইস্টবেঙ্গল ক্লাবেই এবার আসছেন ভাইজান। এদিন রাত ১২.১৫ নাগাদ শহরে পা রাখার কথা সলমন খানের। ঐ দিনের অনুষ্ঠানে না থাকলেও, অনুষ্ঠানের আগেই আলাদা করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথাও ভাইজানের । কালীঘাটেই হবে সৌজন্য সাক্ষাৎ এমনটাই জানা গিয়েছে সূত্র মারফৎ। সাক্ষাৎ শেষে দুজনে মিলে প্রেস ব্রিফিংও করতে পারেন বলে জানা গেছে।

ইস্টবেঙ্গল মাঠে দর্শকদের বসার জায়গাকে ৮টি জোনে ভাগ করা হয়ছে। সবথেকে কম দামের টিকিট ৬৯৯ টাকায়। আর সব থেকে বেশি দামের টিকিট বিক্রি হচ্ছে ৩ লক্ষ টাকায়। সলমন খানের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা তাঁর কেরিয়ারের অন্যতম ব্যর্থ ছবি হিসেবে ইতিমধ্যেই সামনে এসেছে। তাঁর প্রভাব কি পড়বে এই শোতেও? অনুষ্ঠানের অন্যতম আয়োজক রাজদীপ চক্রবর্তী জানান, ‘সলমন খানের একটা আলাদা ফ্যান বেস সবসময়ই আছে। তাই সিনেমা চলল কী চলল না তাতে কিছু যায় আসে  না। দর্শক ঠিকই ভিড় করবে এই অনুষ্ঠানে।’ কিছুদিন আগেই নিজের পেজে কলকাতা আসার কথা জানিয়ে একটি ভিডিওবার্তা শেয়ার করেছিলেন সলমন । তার পর থেকেই শহর জুড়ে ভাইজান-উন্মাদনা বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার জ্যাকলিন ফার্নান্ডেজ শহরে পৌঁছে ইডেনে আইপিএল ম্যাচও দেখে ফেলেছেন । এক এক করে বাকি তারকারাও এসে পড়ছেন। যদিও খুনের হুমকি পাওয়ার পর থেকেই সলমনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বেশ কড়া পদক্ষেপ করা হয়েছে। এবার শহরে আসার পর থেকেই ত্রিস্তরীয় নিশ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনীতে থাকবেন ভাইজান। যদিও সুরক্ষার স্বার্থে নিরাপত্তা নিয়ে বিশেষ কিছুই জানা যাচ্ছে না । ইস্টবেঙ্গল মাঠে তাকে দেখতে উপচে পড়বে ভিড় এমনটাই ভেবে নিয়ে জনতার উচ্ছ্বাস সামলাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। রাজদীপের কথা অনুযায়ী, ‘ অরিজিৎ সিং এর অনুষ্ঠানের থেকেও অনেক গুণ বাড়ানো হয়েছে নিরাপত্তা। টিকিটের মূল্য অনুযায়ী যে জোন ভাগ করে দেওয়া হয়েছে, সেই জোন পেরিয়ে কেউ কোনওভাবেই পরের জোনে চলে আসতে পারবেন না।’ আধুনিক ব্যারিকেডিং প্রযুক্তি ব্যবহার করে ভিড় সামাল দেওয়া হবে। খুব কাছ থেকে ১৮ ঘন্টা সলমনের সান্নিধ্যে থাকর সুবাদে রাজদীপ এর দাবি, ভাইজান আদপে সবার সঙ্গে খুব সহজভাবে মেশেন বলে মনে হয় না যে তিনি কতটা সিরিয়াস সবক্ষেত্রে। তবে এই শো ঘিরে রীতিমত উত্তেজিত সলমন খান। সোহেল খান এন্টারটেইনমেন্ট এবং জে এ ইভেন্টস এলএলপির আয়োজনে এই দাবাং ট্যুরের উত্তেজনা ক্রমেই বাড়ছে। এখন শুধুই কখন এসে তিনি বলবেন ‘স্বাগত তো করো হামারা’ বলার অপেক্ষা।