Srabanti Chatterjee: কাকে ছাড়া জীবনে কিছু ভাবতেই পারেন না শ্রাবন্তী? কে সেই রহস্য ব্যক্তি
Srabanti Chatterjee: সেলিব্রেশানের ছবি, তালিকা থেকে কিছুই বাদ পড়ে না। সেলিব্রেটি, এবার কার ছবি পোস্ট করে মনের কথা উজার করে দিলেন? কাকে ছাড়া তার জীবন অচল? আবার কি প্রেমে পড়েছেন অভিনেত্রী? না, এবারে কোনও প্রেমের জল্পনা নয়, একে নির্ভ্যাজাল বন্ধুত্বের সম্পর্ক পোস্ট করেছেন শ্রাবন্তী।
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বর্তমানে পুজোর মেজাজে সময় কাটছে তাঁর। সামনে একগুচ্ছ কাজ। সদ্য শেষ হয়েছে তাঁর রিয়্যালিটি শো-এর শুটিং। তারপর পুজোর মেজাজে গা ভাসাতে দেখা যায় অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি। তাই মাঝে মাঝেই সেখানে ভক্তদের জন্য পোস্ট করে থাকেন। কোনও বিশেষ দিনের শুভেচ্ছা কিংবা কোনও বিশেষ দিনে সেলিব্রেশানের ছবি, তালিকা থেকে কিছুই বাদ পড়ে না। সেলিব্রেটি, এবার কার ছবি পোস্ট করে মনের কথা উজার করে দিলেন? কাকে ছাড়া তার জীবন অচল? আবার কি প্রেমে পড়েছেন অভিনেত্রী? না, এবারে কোনও প্রেমের জল্পনা নয়, একে নির্ভ্যাজাল বন্ধুত্বের সম্পর্ক পোস্ট করেছেন শ্রাবন্তী।
নিজের প্রিয় বন্ধুর জন্মদিনে কেক কাটার ছবি শেয়ার করে ক্যাপশনে লিখলেন তাঁকে ছাড়া তাঁর জীবন ভাবাই যায় না। শ্রাবন্তীর এই বন্ধুকে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানালেন অনেকেই। সম্ভাব্য শ্রাবন্তী এখন রয়েছেন কলকাতার বাইরে। পুজোর মাঝে বা পুজোর শেষের মুহূর্তে অনেকেই কোথাও একটা ছোট্ট ট্রিপে গা ভাসিয়ে দেন। শ্রাবন্তীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। সমুদ্র সৈকত থেকে তোলা, দুটি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন তিনি। তবে কোথায় গিয়েছেন তা উল্লেখ করলেন না। শ্রাবন্তী এই পোস্ট দেখে অনেকেই ভালবাসায় ভড়ালেন। তবে শ্রাবন্তীর সঙ্গে কে গিয়েছে? তা নিয়ে ভক্ত মনে প্রশ্ন বর্তমান। ছেলে ঝিনুকের সঙ্গে পারিবারিক ট্রিপ নাকি বিশেষ কোনও বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে পাড়ি দিয়েছেন শ্রাবন্তী তা রহস্যই রয়ে গেল। যদিও এই ছবি পুরোনো কোনও ট্রিপ থেকে তোলাও হতে পারে বলে এক শ্রেণির মত।
View this post on Instagram