Mrinal Sen Biopic: মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরী, বছর শেষে বড় চমক সৃজিতের

Srijit Mukherjee: তাঁর পরিচালিত এই বায়োপিকটির শুটিং শুরু জানুয়ারির মাঝামাঝি। মৃণাল সেনের বায়োপিকে কি দেখা যাবে ত্রয়ী পরিচালকের বাকি দুজনকেও?

Mrinal Sen Biopic: মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরী, বছর শেষে বড় চমক সৃজিতের
মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরী
Follow Us:
| Edited By: | Updated on: Dec 30, 2022 | 9:32 AM

সৃজিত মুখোপাধ্যায় আগেই জানিয়েছিলেন কিংবদন্তী পরিচালক মৃণাল সেনের বায়োপিক তৈরি করছেন তিনি। টিভিনাইন বাংলা দর্শকদের জানিয়েছিল, মৃণাল সেনের নাম ভূমিকায় দেখা যেতে পারে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। এতদিন চঞ্চল বা সৃজিত এই নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটে থাকলেও বছর শেষে জানা যাচ্ছে, সেই খবরই সত্যি। আজ, বৃহস্পতিবার মৃণাল সেনের মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালে প্রয়াত হন মৃণাল সেন। আর এই দিনেই প্রকাশ্যে এল এই বড় খবর। টলিউডের অভিনেতারা নয়, কেন মৃণালের ভূমিকায় জায়গা পেলেন চঞ্চল? টিভিনাইন বাংলাকে সৃজিত বলেন, “চঞ্চল চৌধুরীর সঙ্গে মৃণাল সেনের দৈহিক মিল রয়েছে। মূলত সেই কারণেই নেওয়া। তা ছাড়া অসম্ভব ভাল একজন অভিনেতা। আমি নিজেও ওর গুণগ্রাহী।” এর আগেও বায়োপিক বানিয়েছেন সৃজিত। কেরিয়ারের মধ্যগগনে ভাওয়াল সন্ন্যাসীকে তৈরি তাঁর বায়োপিক হিট হয়েছিল। যদিও হিন্দিতে ভারতের মহিলা ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ককে নিয়ে নির্মিত ছবি ‘শাবাশ মিতু’ হিট করারে পারেননি পরিচালক।

তাঁর পরিচালিত এই বায়োপিকটির শুটিং শুরু জানুয়ারির মাঝামাঝি। মৃণাল সেনের বায়োপিকে কি দেখা যাবে ত্রয়ী পরিচালকের বাকি দুজনকেও? খানিক কৌতুক করেই সৃজিতের উত্তর, “জানতে হলে চোখ রাখতে হবে রূপোলী পর্দায়”। তবে বায়োপিক নির্মাণ যে প্রতি সময়েই বেশ চ্যালেঞ্জিং তা মেনে নিয়েই নতুন বছরে ময়দানে সৃজিত-চঞ্চল। কেমন হয়, তা নির্ধারণের ক্ষমতা তো দর্শকের হাতে।

একদিকে যেমন নতুন ছবির ঘোষণা, অন্যদিকে দিন তিনেক আগেই বাবাকে হারিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। পদ্মায় বিলীন হয়ে গিয়েছে বাবার নশ্বর দেহ। মন ভাল নেই অভিনেতা, কাটছে বিনিদ্র রজনী। তাঁর কথায়, “সারা বাড়ি ময়,ঘর ময় যেন বাবা গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে। এই বুঝি কখন আমায় ডাক দিয়ে বলবে,”চঞ্চল…বাবা ঘুমাইছো??”বাবার কোন কথা আর কোন দিন কানে বাজবে না,বাবাকে দেখতে পাবো না,এগুলো কোন ভাবেই মেনে নিতে পারছি না।” যে শাল বাবা গায়ে দিত, যে জায়গায় বসে বাবা রোদ পোহাত, সেই জায়গাতে বসেই চোখ ভিজে আসছে অভিনেতার। রোদের উষ্ণতা নয়, তিনি খুঁজছেন বাবার শরীরের কোমল উষ্ণতা… যা আর কোনওদিনই পাবেন না তিনি। বাবা আর ফিরবেন না তাঁর। কিন্তু ওই যে কাজ তো থেমে থাকে না। শোকের পাহাড় কাঁধে নিয়ে চঞ্চল এবার মৃণাল। বাঙালি সেন্টিমেন্ট কতটা আপন করবে তাঁকে তা বলবে সময়।