ম্যাডাম থেকে মাধু, সুপ্রিয়া দেবীর হাতের রান্না আজও মনে পড়ে: মাধবী মুখোপাধ্যায়
ম্যাডাম বলে শুরু হয়েছিল প্রথম সম্ভাষণ, সেখান থেকে মাধু...টিভিনাইন বাংলার কাছে স্মৃতির ঝুলি উজাড় করলেন মাধবী মুখোপাধ্যায়।
চার দশক কেটেছে… স্মৃতি তবু ঝাপসা নয়…স্মৃতি আজও অমলীন। উত্তম-সুচিত্রা কাল্ট জুটি ছিলেন। তবে মাধবী মুখোপাধ্যায় এবং উত্তম কুমারের অনস্ক্রিন কেমিস্ট্রি যে দর্শকের নজর কাড়েনি এমনটা কিন্তু মোটেও নয়। ম্যাডাম বলে শুরু হয়েছিল প্রথম সম্ভাষণ, সেখান থেকে মাধু…টিভিনাইন বাংলার কাছে স্মৃতির ঝুলি উজাড় করলেন মাধবী মুখোপাধ্যায়।
আমাদের প্রথম ছবি ‘থানা থেকে আসছি’। কিন্তু ওই ছবিতে প্রথম দিনে আমার সঙ্গে উত্তম কুমারের কোনও দৃশ্যই ছিল না। কিন্তু তাও যেতে হয়েছিল। ভদ্রতা ছিল মারাত্মক। আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ালেন। বললেন, “ম্যাডাম বসুন আপনি…”। এর পর দু’তিন পরিচয় হওয়ার পরেই হঠাৎ একদিন আমি বলে ফেললাম, “প্লিজ আপনি আমাকে ম্যাডাম বলবেন না। নাম প্রত্যেকেরই তো আছে। আমারও আছে। নাম হল চিহ্নিত করা জন্য।” উনিও শুনে হেসে ফেললেন। জিজ্ঞাসা করলেন, “কী বলব তাহলে?” আমিও বললাম, “কেন মাধবী বলবেন”? ব্যস ওই শুরু…তারপর থেকেই মাধবী বলতেন পরবর্তীকালে সেই মাধবীই মাধু হয়ে গিয়েছিল।
আমার শুরুটা স্টেজ থেকে। এমন অনেক সময় হয়েছে একটা শটে মনিটর রিহার্সালের সময় হয়তো কিছু জিনিস করিনি, ফাইনাল শটে গিয়ে করেছি, সঙ্গে সঙ্গে উত্তম বাবু বলে উঠতেন, “আপনি এটা করবেন বলেননি তো!” এই মজাগুলো চলতেই থাকত। যখন আউটডোর থাকত, সুপ্রিয়া দেবীও সঙ্গে যেতেন… সুপ্রিয়া দেবী রান্না করতেন। আর আমি, উত্তমবাবু, সুপ্রিয়া দেবী একসঙ্গে বসে খেতাম। তখন সোমা খুব ছোট। একটা ঘটনা খুব মনে পড়ছে। একটি সিনেমার শুটে বাইরে গিয়েছি। উত্তম কুমার-সুপ্রিয়া দেবীও আছেন। সুপ্রিয়া দেবী ও উত্তম কুমার সকালে মর্নিং ওয়াকে যেতেন। তো যাওয়ার আগে আমায় সুপ্রিয়া দেবী বললেন, মাধু তুই সোমাকে একটু ব্রেকফাস্টটা করিয়ে দিবি… আমি করিয়ে দিয়েছিলাম।
আরও পড়ুন-হেমন্তদাকে দেখতে যাব, বলেছিলেন উত্তমকাকু, কিন্তু ওঁর আর আসা হল কই: মৌসুমী চট্টোপাধ্যায়
আমার বিয়েতে প্রায় দশ হাজার জন নিমন্ত্রিত ছিলেন। জানেন আমার বিয়েতে বরকর্তা হয়েছিলেন উত্তম কুমার। সে এক এলাহি আয়োজন। তখন এত বিভাজন ছিল না। সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া হতো। হয়তো এক ছবিতে অভিনয় করছি না, অন্য সেটের অভিনেতা-অভিনেত্রীরাও ডেকে নিতেন… উত্তমবাবুও তেমন ছিলেন। অসাধারণ একজন সহ অভিনেতা ছিলেন তিনি। অ্যাকশন-রিঅ্যাকশন কখনও ভুল হতো না। আজও বেখেয়ালে মনে পড়ে সেই সব সোনালি দিনগুলোর কথা।