Raj Exclusive: ১৫ বছর আগে ঠিক কী ঘটে? রাহুলের অভিযোগের পাল্টা উত্তর রাজের
Raj Exclusive: বেশ কিছু দিন আগেই রাজের বিরুদ্ধেই বিস্ফোরক কিছু মন্তব্য করেছিলেন রাহুল। যা নিয়ে ইন্ডাস্ট্রিতে হয়েছিল বেশ হইচই।

বিহঙ্গী বিশ্বাস
বড় পর্দায় দু’জনেরই পথ চলা প্রায় একই সঙ্গে। দু’জন অর্থাৎ রাজ চক্রবর্তী ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়– রাজ পরিচালিত, রাহুল অরুণোদয় অভিনীত ছবি ‘চিরদিনই তুমি যে আমার’ আজও সুপারহিট। অথচ বেশ কিছু দিন আগেই রাজের বিরুদ্ধেই বিস্ফোরক কিছু মন্তব্য করেছিলেন রাহুল। যা নিয়ে ইন্ডাস্ট্রিতে হয়েছিল বেশ হইচই। রাজের নাম না নিয়েই রাহুল লিখেছিলেন, “যে একদা কপি করিত আজও কপি করে, শুধু তামিল ছেড়ে সেক্রেড গেমসের পঙ্কজ ত্রিপাঠীর লুক কপি করে, এটাই যা… ট্রোলস ওয়েলকাম।” রাজের সিরিজ ‘আবার প্রলয়’-এ ঋত্বিক চক্রবর্তীর একটি ‘লুক’ কে কেন্দ্র করেই এ কথা যে বলেছিলেন রাহুল, তা বুঝতে অসুবিধে হয়নি কারও। এখানেই শেষ নয়। বিভিন্ন সাক্ষাৎকারে রাহুল দাবি করেছিলেন, ‘চিরদিনই…’র পর তাঁকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন রাজ।
রাহুলকে নিয়ে প্রথমে চুপ থাকলেও সম্প্রতি টিভিনাইন বাংলার সামনে পাল্টা মন্তব্য করেছেন রাজ চক্রবর্তী। তিনি বলেন, “২০০৮-এ রাহুলের সঙ্গে কাজ করেছি। সে সময় যদি ওর কোনও কথা খারাপ লেগে থাকে তবে তা নিয়ে মুখ খুলতে ১৫ বছর কেন লেগে গেল জানি না। এই ১৫ বছরে ওর সঙ্গে আমার দেখা হয়েছে আট থেকে দশ বার। আর এই আট থেকে দশ বার যে আমরা ভীষণ আড্ডা দিয়েছি, গল্প করেছি– এমনটাও কিন্তু নয়। বেশিরভাগ ক্ষেত্রেই টেলিভিশন শো’য়ে দেখা হয়েছে, বা অনুষ্ঠান বাড়িতে দেখা হয়েছে।”
রাজ যোগ করেন, “চিরদিনই…’তে যখন কাজ করেছি তখন আমরা দু’জনেই নতুন। রাহুল আমার পছন্দের অভিনেতা। ওকে খুব ভাল লাগত, এখনও লাগে। কিন্তু ওর হঠাৎ করে এই কথা গুলো কেন বলতে হল আমি জানি না! আমি জ্ঞানত কাউকে কোনওদিন খারাপ কথা বলি না, আগেও বলিনি। ও বলেছে, আমি কোনও এক সাক্ষাৎকারে নাকি বলেছিলাম। বিশ্বাস করুন, আমি নিজেও খোঁজার চেষ্টা করেছি যে ১৫ বছর আগে আমি কী এমন বলেছিলাম যে ও আজও মনে রেখেছে! কিন্তু পরে আমি শুনলাম, মানে অনেকেই আমাকে বলল, ‘দেখো তুমি রাহুলকে নিয়ে এত ভেবো না, ও কিন্তু এরকম সবার সম্পর্কেই বলে।” এর আগে দেব, সৃজিতকে নিয়েও নাকি বলেছে। মাঝেমধ্যেই এরকম ভোকাল হয়। আমিও তখন বুঝতে পারলাম আসল কারণটা কী? আমি প্রার্থনা করি, রাহুল সুস্থ থাকুক, ভাল থাকুক। ভাল অভিনেতারা যাতে হারিয়ে না যায়।”





