Jeetu kamal: ‘চোখের জল পড়বেই’, হঠাৎ কেন বললেন জিতু
Tollywood Gossip: জিতুর নতুন ছবি মুক্তি পেল ২৪ নভেম্বর। জিতের বিপরীতে যেখানে তিনি ভিলেনের ভুমিকাতে অভিনয় করছেন। চরিত্রের নাম মান্নান। তবে সত্যি কি ভিলেন? সেই প্রশ্নের উত্তর ছবিটা দেখলেই পাওয়া যাবে বলে দাবি করেন তিনি।
জিতু কামাল। টলিপাড়ার এখন চর্চিত এক নাম। প্রতিটা পদক্ষেপে যাঁর সুনাম করে চলেছেন ভর্করা। কারণ একটাই। অপরাজিত ছবি। এই ছবিতে সত্যজিৎ রায়ের ভূমিকায় যেভাবে তিনি অভিনয় করে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন, তা এক কথায় বলতে গেলে প্রশংসার দাবি রাখে। তারপর বেশ কিছুটা বিরতি। এই বিরতি তিনি নিয়েছিলেন ইচ্ছাকৃতভাবেই। যেখানে তাঁকে দর্শকেরা এক বিশেষ লুকেই গ্রহণ করে নিয়েছিলেন, সেই চেনা ছকটা ভাঙার জন্য বহু চরিত্রের প্রস্তাবও তিনি ফিরিয়েছেন বলে জানান TV9 বাংলাকে। সোশ্যাল মিডিয়ায় যদিও তিনি নিত্য উপস্থিত থাকতেন। সেখানে প্রতিটা পদে পদে জিতুর পোস্টে নজর রেখে চলেছেন ভক্তরা। কখনও দেশ কখনও বিদেশ, শুটের কাজে মাঝে মধ্যেই বাইরে পাড়ি দিতেন তিনি। জিতু কামাল এখন কলকাতায়। কারণ তাঁর ছকভাঙা লুক। জিতুর নতুন ছবি মুক্তি পেল ২৪ নভেম্বর। জিতের বিপরীতে যেখানে তিনি ভিলেনের ভুমিকাতে অভিনয় করছেন। চরিত্রের নাম মান্নান। তবে সত্যি কি ভিলেন? সেই প্রশ্নের উত্তর ছবিটা দেখলেই পাওয়া যাবে বলে দাবি করেন তিনি।
তবে সোশ্যাল মিডিয়ায় এদিন বিকেলে একটি পোস্ট করেন জিতু। যা সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেয়। যেখানে জিতুকে দেখা গেল মান্নান-এর লুকে। সেই ছবি পোস্ট করে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখলেন, নিশ্চিত করতে পারি, চোখের জল পড়বেই। অর্থাৎ তাঁর এই চরিত্র দর্শকদের মন ছোঁবে, তাঁদের আবেগে ভাসাবে, তাঁদের চোখে জল আনতে তা তিনি নিশ্চিত করে বলে দিলেন এদিন। তাঁর এই লুকে যে একেবারে ছকভাঙা অন্য স্বাদের চরিত্রের কথা বলে তা বুঝে নিতে দর্শকদের খুব একটা অসুবিধে হয় না। তবে জিতের বিপরীতে কতটা দাপটের সঙ্গে জিতু এই চরিত্রকে তুলে ধরেন এখন তাই দেখার।
View this post on Instagram