'লগি লগি লগি, প্রেম ধুন লগি' অথবা 'আগার তুম মিল যাও'-- মনে পড়ে ২০০৫/৬-এর কথা? সে সময় বলিউড কাঁপাচ্ছিলেন এক তন্বী। তিনি উদিতা গোস্বামী।
হুট করে আবির্ভাব হয়েছিল বলিপাড়ায় আবার হুট করেই উধাও হয়ে যান উদিতা। সিনেপাড়াকে বিদায় জানালেও অন্য এক পেশা বেছে নিয়েছিলেন তিনি, যা হয়তো অনেকেই জানেন না।
আর সেই পেশাকে ভর করেই আজও কোটি টাকা কামান প্রাক্তন এই নায়িকা, কী করেন তিনি? আপনি হয়তো ভাবতেও পারবেন না আজও কী মন্ত্রে এত আয় তাঁর!
উদিতার জন্ম ১৯৮৪ সালে। বহু হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি। কিন্তু এর মধ্যে হাতেগোনা ছবিই পেয়েছে হিটের তকমা।
বলিউডকে বিদায় জানানোর পর হুট করেই পরিচালক মোহিত সুরিকে বিয়ে করেন উদিতা। ২০১৫ সালে প্রথমবার মা হন। জন্ম দেন এক কন্যাসন্তানের।
২০১৮ সালে দ্বিতীয়বারের জন্য মা হন তিনি। সংসারে আসে এক পুত্রসন্তান। আর পেশা?এই মুহূর্তে তিনি একজন সেলিব্রিটি ডিজে। অর্থাৎ যাকে ডিস্কো জকি।
বরাবরই এই কাজে উৎসাহ ছিল তাঁর। বলিউড ছাড়ার পর নেশাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন উদিতা। শুধু বেছে নিয়েছেন তাই নয়। তিনি সফলও। তাঁর শো-য়ে ভিড় হয় হাজার হাজার। ইনস্টাগ্রামে দেখা যায় সেই সব ঝলক।