চলছে বিয়ে, অপেক্ষারত সাংবাদিকদের জন্য খাবার পাঠালেন বরুণ-নাতাশা

আপাতত দম্পতির বিয়ের ছবি দেখার অপেক্ষায় রয়েছে সিনে মহল।

চলছে বিয়ে, অপেক্ষারত সাংবাদিকদের জন্য খাবার পাঠালেন বরুণ-নাতাশা
বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল।
Follow Us:
| Updated on: Jan 24, 2021 | 10:04 PM

সানসেট ওয়েডিংয়ের প্ল্যান করেছিলেন বরুণ ধাওয়ান (Varun dhawan) এবং নাতাশা দালাল। অবশেষে মিস্টার অ্যান্ড মিসেস হলেন তাঁরা। সূত্রের খবর, রবিবার সন্ধে সাড়ে ছটায় শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। চলবে রাত সাড়ে দশটা পর্যন্ত। ইতিমধ্যেই আলিবাগের ‘দ্য ম্যানসন হাউজ’-এর বাইরে অপেক্ষারত সাংবাদিকদের জন্য খাবারের প্যাকেট পাঠিয়ে দিয়েছেন দম্পতি।

বরুণ-নাতাশার বিয়ের কোনও ছবি এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। সূত্রের খবর, দম্পতি নিজেরা শেয়ার না করা পর্যন্ত ছবি পাওয়া সম্ভব নয়। কারণ তাঁদের বিয়েতে আমন্ত্রিত অতিথিদের মোবাইল নিষিদ্ধ করা হয়েছে।

গতকাল থেকে একের পর এক প্রথম সারির তারকারা যোগ দিতে শুরু করেছিলেন বিয়েবাড়িতে। শোনা যাচ্ছে, শাহরুখ, সলমন, ক্যাটরিনা, জ্যাকলিন, শ্রদ্ধা কাপুরও যোগ দিতে পারেন সেলিব্রেশনে। বাড়ির চারপাশ ফ্লেক্স দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, কোনও ভাবে বাইরের লোক ছবি তুলতে পারবেন না। চারপাশে লাগানো হয়েছে সিসিটিভি। এমনকি বাড়ির সমস্ত কর্মচারীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কর্মচারীদের মোবাইলের পিছনে লাগানো হবে ‘স্টিকার’ তাতে লেখা থাকবে ‘নো ফটো’।

আরও পড়ুন, বলিউডি অভিনেতাদের বিভিন্ন ছবিতে এই বৃদ্ধ কে?

সূত্রের খবর, শুধুমাত্র নিমন্ত্রিতদের মুখে মাস্ক তো বাধ্যতামূলক, তা ছাড়াও অনুষ্ঠানের প্রবেশ দ্বারে প্রত্যেকের কোভিড টেস্ট করা হবে। নেগেটিভ হলেই মিলবে এন্ট্রি। অন্যথায় বাড়ি ফিরতে হবে নিমন্ত্রিতদের। বর্তমানে মহামারীর সময়ে দাঁড়িয়ে দম্পতির এ হেন উদ্যোগ বেশ প্রশংসাযোগ্য বলে মনে করছেন বলি মহলের একটা বড় অংশ। আপাতত দম্পতির বিয়ের ছবি দেখার অপেক্ষায় রয়েছে সিনে মহল।

আরও পড়ুন, একটানা নেগেটিভ চরিত্রে অভিনয় করে বিরক্ত হয়ে গিয়েছি: মধুরিমা বসাক