Viral Post: বাবার হাতে নিগৃহীত কন্যা, ভক্তের পাশে দাঁড়িয়ে সাহায্যের আশ্বাস বরুণের

Viral Post: সরব হন বরুণ। তিনি স্পষ্টই জানিয়ে দেন, এটি সমাজের এক কঠিন সমস্যা। তিনি নিঃসন্দেহে মেয়েটিকে সাহায্য করবেন বলেও জানান।

Viral Post: বাবার হাতে নিগৃহীত কন্যা, ভক্তের পাশে দাঁড়িয়ে সাহায্যের আশ্বাস বরুণের
Follow Us:
| Edited By: | Updated on: Jun 08, 2022 | 2:00 PM

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় বরুণ ধাওয়ান। একের পর এক পোস্ট ঘিরে মাঝে মধ্যেই তিনি ভক্তদের মাঝে দিয়ে থাকেন হাজিরা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে কী ঘটছে, সেখানেও থাকে নজর। তবে দিনভর কত বার্তাই না ট্যাগ হয় তাঁদের নামে। সব কি খতিয়ে দেখা সম্ভব! হয়তো নয়। তাই অনেকেই হয়তো প্রিয় তারকার উদ্দেশে কিছু পাঠিয়ে পরিবর্তে আর রিপ্লাই পায় না। তবে বিষয় যদি হয়ে থাকে সিরিয়াস, তবে বরুণ ধাওয়ানও যে সোনু সুদ হয়ে উঠতে সময় নেবেন না, এবার সেই বিষয়টাও স্পষ্ট করলেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় বরুণ ধাওয়ানের এক নজর কাড়া উদ্যোগ দেখে মুগ্ধ হয়ে গেল নেট দুনিয়া। না, থানা পুলিশ বা প্রশাসন নয়, সম্প্রতি একটি মেয়ে বরুণ ধাওয়ানকে ট্যাগ করে লিখলেন নিজের সমস্যার কথা। মেয়েটির অভিযোগ, তিনি ভাল নেই। দীর্ঘ দিন ধরে তাঁর বাবা তাঁর অপর অত্যাচার চালাচ্ছে। খেতে না দেওয়া থেকে শুরু করে হুমকি দেওয়া, অশ্রাব্য ভাষায় কথা বলা, সবই চলছে। অতিষ্ট হয়ে মেয়েটি অভিনেতা বরুণ ধাওয়ানকে সমস্যার কথা খুলে বলে।

এরপরই সরব হন বরুণ। তিনি স্পষ্টই জানিয়ে দেন, এটি সমাজের এক কঠিন সমস্যা। তিনি নিঃসন্দেহে মেয়েটিকে সাহায্য করবেন বলেও জানান। তাঁর কথায় এটি একটি অত্যন্ত গুরুতর বিষয়, যদি এটি সত্যি ঘটে থাকে তবে আমি আপনাকে সাহায্য করব এবং কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলব। যদিও মেয়েটি বিস্তারিতভাবে জানায়, গুজরাট পুলিশকে সমস্ত প্রমাণ দেখানো সত্ত্বেও তাদের থেকে মেলেনি কোনও সাহায্যই। তাই মেয়েটি চান কর্তৃপক্ষ এবং অভিনেতাকে বিষয়টি খতিয়ে দেখা হোক। এই মর্মে এবার পাশে থাকবেন বরুণ। সদ্য বরুণ ধাওয়ান যুগ যুগ জিও ছবির কাজ শেষ করেছেন। যদিও ছবির গান ঘিরে একাধিক বিতর্ক চলছে সিনেদুনিয়ায়, তবে বরুণ কিয়ারা এখন কেবলই প্রচারমুখী।