পরেশ রাওয়ালের পর কোভিডে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা বিক্রান্ত মেসী

চলতি সপ্তাহের শুরুতে পরেশ রাওয়াল এবং মিলিন্দ সোমান কোভিড টেস্ট করান এবং তাঁদের রিপোর্ট পজিটিভ আসে।

পরেশ রাওয়ালের পর কোভিডে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা বিক্রান্ত মেসী
বিক্রান্ত।
Follow Us:
| Updated on: Mar 28, 2021 | 7:11 PM

ফের বলিউডে কোভিড হানা। কোভিডে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা বিক্রান্ত মেসী। ‘ছাপাক’ অভিনেতা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের আক্রান্তের খবর প্রকাশ্যে আনেন। বিক্রান্ত লেখেন, ‘কোভিড সম্পর্কিত প্রয়োজনীয় সতর্কতা নেওয়া সত্ত্বেও, আমি কোভিড পজিটিভ… সেলফ কোয়ারেন্টাইনে আছি।’ অভিনেতা আরও লেখেন, ‘গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের সকলকে অনুরোধ, নিজেকে যত শীঘ্র নিজেদের পরীক্ষা করান।’

আরও পড়ুন পরনে লাল বেনারসি, কোমরে বন্দুক গুঁজে কোথায় চললেন একাকী রাধিকা

এখানেই শেষ নয়, তিনি লেখেন, ‘আমি ডাক্তারি পরামর্শে সমস্ত ওষুধ, পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছি এবং বর্তমানে ভাল আছি। প্রত্যেকের কাছে অনুরোধ প্রাথমিক কাজগুলো করুন. এবং কেবলমাত্র প্রয়োজনে বাড়ির বাইরে বেরোন।’

চলতি সপ্তাহের শুরুতে পরেশ রাওয়াল এবং মিলিন্দ সোমান কোভিড টেস্ট করান এবং তাঁদের রিপোর্ট পজিটিভ আসে। কোভিড ভ্যাকসিন নেওয়ার পরে কোভিডে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। রোহিত সরফ, আমির খান, আর মাধবন, সিদ্ধান্ত চতুর্বেদীরও কোভিড -১৯ রিপোর্ট পজিটিভ আসে।

তবে, রণবীর কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী এবং যাঁরা ভাইরাসের পজিটিভ তাঁরা ধীরে-ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং এখন তাঁদের রিপোর্টও নেগেটিভ এসেছে।

আক্রান্তের নিরিখে দেশে সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রে (Maharashtra)। এক দিনে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩১ হাজার ৮৫৫ জন। এর আগে কোনও রাজ্যে একদিনেই এত সংখ্যাক আক্রান্তের খোঁজ মেলেনি। বাণিজ্যনগরী মুম্বইয়ে দৈনিক আক্রান্ত ফের পাঁচ হাজারের গণ্ডি পার করেছে। পুণে, নাগপুরের পাশাপাশি গতকাল বীড জেলাতেও লকডাউন জারি হয়েছে।