একটু তো লজ্জা পাও? ‘কুলি নং-১’-কে বলছে নেটিজেন

বরুণ ধাওয়ান এবং সারা আলি খান অভিনীত ছবি ‘কুলি নং ১’এর এক দৃশ্য এখন ভাইরাল!

একটু তো লজ্জা পাও? ‘কুলি নং-১’-কে বলছে নেটিজেন
কুলি নং-১ এর দৃশ্য
Follow Us:
| Updated on: Dec 27, 2020 | 4:53 PM

স্টেশন চত্ত্বরে মা হারিয়ে ফেলছেন তাঁর সন্তানকে (রোহন)। দেখা যাচ্ছে রোহন রেল ট্র্যকে বসে ‘ক্যাপ্টেন আমেরিকা’র পুতুল নিয়ে খেলছে। হঠাৎ শোনা গেল ট্রেনের হর্ন। ট্রেন এগিয়ে আসছে জোরকদমে। মায়ের চিৎকার শুনতে পাচ্ছে না ছোট্ট রোহন। ট্রেন এগিয়ে আসছে দ্রুত গতিতে।

ঠিক এমন সময় উদয় হলেন কুলি নং-১। প্ল্যাঠফর্ম ব্রিজ থেক মারলেন লাফ। পড়লেন চলন্ত ট্রেনের ছাতে। কুলি দৌড়চ্ছেন চলন্ত ট্রেনের ছাতে। আর ট্রেন ছুটছে ট্র্যাকে। রোহনের খুব কাছাকাছি এখন ট্রেন। তবে কুলি এমন দৌড়েছেন ট্রেনের প্রথম বগি অবধি পৌঁছ গিয়েছেন। দিলেন লাফ। স্লো-মোশনে রোহনকে কোলে নিয়ে এক জাম্পে ট্র্যাক থেকে বেড়িয়ে গেলেন। বেঁচে গেল রোহনের প্রাণ!

বরুণ ধাওয়ান এবং সারা আলি খান অভিনীত ছবি ‘কুলি নং ১’এর এক দৃশ্য। এমন এক অবিশ্বাস্য দৃশ্য দেখে তাজ্জব হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। অ্যামাজন প্রাইমে বড়দিনে মুক্তি পেয়েছে ‘কুলি নং ১’। এবং এর মধ্যেই ফিল্মের এই ট্রেন সিকোয়েন্স নিয়ে মিম, ট্রোলে ফেটে পড়েছে সোশ্যাল মিডিয়া। কেউ লিখছন ‘রেস্ট ইন পিস ফিজিক্স’, কেউ লিখছেন ‘একটু তো লজ্জা পাও?’ আবার কেউ, ‘বাহ! কী সিন!’।

১৯৯৫-এ মুক্তিপ্রাপ্ত গোবিন্দা এবং করিশ্মা কপূরের সিনেমা ‘কুলি নং-১’ এর রিমেক এই নতুন ছবি। ছবির পরিচালক ডেভিড ধাওয়ান। সারা- বরুণ ছাড়াও কমেডির দুই ম্যাস্ট্রো রয়েছেন ছবিতে। পরেশ রাওয়াল এবং জনি লিভার।