Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘এত অসভ্যের মতো পার্টি…’, ভাইরাল নন্দিনীদির ভিডিয়ো দেখে নিন্দার ঝড়

কয়েক বছর আগের কথা। আচমকাই সোশ্যাল মিডিয়া সেনশেসন হয়ে ওঠেন নন্দিনী। পরনে জিনস-টপ,ছিপছিপে চেহারা, স্মার্ট। অফিস পাড়ার ফুটপাতের ভাত হোটেলে এমন মানুষ সচরাচর চোখে পড়ে না। খুবই চটপটে। সে সময় তাঁকে নিয়ে রীতিমতো আলেচনা শুরু হয়ে যায়।

'এত অসভ্যের মতো পার্টি...', ভাইরাল নন্দিনীদির ভিডিয়ো দেখে নিন্দার ঝড়
Follow Us:
| Edited By: | Updated on: Jan 18, 2025 | 6:25 PM

কয়েক বছর আগের কথা। আচমকাই সোশ্যাল মিডিয়া সেনশেসন হয়ে ওঠেন নন্দিনী। পরনে জিনস-টপ,ছিপছিপে চেহারা, স্মার্ট। অফিস পাড়ার ফুটপাতের ভাত হোটেলে এমন মানুষ সচরাচর চোখে পড়ে না। খুবই চটপটে। সে সময় তাঁকে নিয়ে রীতিমতো আলেচনা শুরু হয়ে যায়। অনেকে আবার তাঁকে অহংকারী বলেছিলেন। কিন্তু কারও কথাতেই কোনও গুরুত্ব দেননি তিনি। কেরিয়ারে দুরন্ত গতিতে এগিয়ে গিয়েছেন। আবারও নেটপাড়ায় ভাইরাল ডাসহৌসির নন্দিনী। তিনি এখন সোশ্যাল ইনফ্লুন্সেরাও বটে। সম্প্রতি ছিল তাঁর জন্মদিন। বিশেষ দিনে বড় পার্টির আয়োজন করা হয়েছিল। সেই ছবিই ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। ছবিতে দেখা গিয়েছে নন্দিনীর পরনে ছিল সাদা ফ্লোরাল ওয়ান পিস। কেক কেটে, পার্টি স্পেশাল স্পার্কেল ফায়ার গান জ্বালিয়ে,বোতল খুলে জমিয়ে হল বার্থডে সেলিব্রেশন । যদিও নন্দিনীর জন্মদিনের পার্টির ছবি দেখে তা মোটেই সবাই ভাল চোখে দেখেননি। কেউ লিখেছেন, “এমন অসভ্যের মতো পার্টি!” আবার কেউ লিখেছেন, “এই কয়েক দিনে এত টাকা হয়ে গেল!”

উল্লেখ্য, রাসপূর্ণিমার দিন নতুন রেস্তরাঁর পুজো দেন তিনি। ভিডিয়োয় তিনি বলেন, “শুরু করেছিলাম কাগজের পাতায়, তারপর কত্ত কিছু আসে যায়, কলাপাতা….এই যে সিস্টেমটা (কাচের প্লেট দেখিয়ে) দেখে মনে হচ্ছে আসাটা খুব সহজ, কিন্তু বিশ্বাস করুন নয়।” তাঁর নতুন হোটেলের কাজ শেষ। ডিসেম্বরেই খুলবে তাঁর নতুন রেস্তরাঁর দরজা। পুরো সেটআপ এখনও অনেকটা বাকি আছে। ধীরে ধীরে নিজের পছন্দের জায়গাটিকে সাজাচ্ছেন নন্দিনী। আরও হোটেল খোলার স্বপ্ন দেখেন তিনি। সেই মুহূর্তের অপেক্ষায় দিন গুনছেন তিনি।