বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা, সে সময় কী করেছিলেন নিক?
১৭ পূর্ণ করে সবে ১৮-এ পা দিয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তারপরেই তাঁর মাথায় ওঠে বিশ্ব সুন্দরীর মুকুট। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছিলেন, “সেই সময় আমি খুবই ছোট ছিলাম। শৈশব কাটিয়ে উঠতে পারিনি তখনও।”
১৭ পূর্ণ করে সবে ১৮-এ পা দিয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তারপরেই তাঁর মাথায় ওঠে বিশ্ব সুন্দরীর মুকুট। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছিলেন, “সেই সময় আমি খুবই ছোট ছিলাম। শৈশব কাটিয়ে উঠতে পারিনি তখনও।” প্রিয়াঙ্কার সেই বিশ্বজয় প্রত্যক্ষ করেছিল গোটা বিশ্ব। টেক্সাস শহরে তাঁদের বাড়িতে বাবার পাশে বসে ভবিষ্যতের স্ত্রী প্রিয়াঙ্কার সেই জগৎ জয় দেখেছিল সাত বছরের নিকও।
সেই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা সেই সময়কার কথা অকপট শেয়ার করেছিলেন। চোখ চিকচিক করছিল তাঁর। প্রিয়াঙ্কা বলেছিলেন, “আলাপের পর আমার শাশুড়িমা সেই ঘটনার কথা বর্ণনা করেছিলেন। তিনি আমাকে বলেছিলেন, ‘তোমার মিস ওয়ার্ল্ড হওয়ার গোটা পর্বটি আমরা টিভিতে বসে দেখেছিলাম’।” প্রিয়াঙ্কার সংযোজন, “আমার শ্বশুরমশাই সৌন্দর্য প্রতিযোগিতা দেখতে ভালবাসতেন। সেই সময় জোনাস পরিবার ছিল আমেরিকায়। বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা হয়েছিল লন্ডনে। শাশুড়ি মা জানিয়েছিলেন, নিক নাকি বাবার পাশে বসে আমার মিস ওয়ার্ল্ড হওয়াটা দেখেছিল টিভিতে।”
নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার বয়সের ফারাক অনেকটাই। নিকের চেয়ে প্রায় ১১ বছরের বড় প্রিয়াঙ্কা। তাঁরা দু’জনেই মনে করেন, বয়সের ফারাক কোনও ব্যাপারই নয় সম্পর্কের মধ্যে। আসল কথা হল মনের মিল। সুখে সংসার করছেন প্রিয়াঙ্কা-নিক। নিকের পরিবারকে নিজের পরিবার করে তুলেছেন প্রিয়াঙ্কা। শ্বশুর-শাশুড়ি-দেওর-ভাশুর-ননদের নিয়ে তাঁর বিরাট বড় সংসার। সারোগেসির মাধ্যমে মা হয়েছেন প্রিয়াঙ্কা। তাঁদের সংসারের মধ্যমণি এখন কন্যা মালতি মেরি চোপড়া জোনাস।