Marriage on Akshaya Tritiya 2021: অক্ষয় তৃতীয়া কেন বিয়ের জন্য শুভ? জেনে নিন আসল কারণ

হিন্দু তো বটেই, জৈনদের কাছেও অক্ষয় তৃতীয়া অত্যন্ত গুরুত্বের। মনে করা হয়, এই শুভদিনে বিষ্ণুর দশম অবতার পরশুরামের জন্ম হয়েছিল। সেই থেকেই সত্যযুগের অবসান ঘটে। শুরু হয় ক্রেতা যুগের।

Marriage on Akshaya Tritiya 2021: অক্ষয় তৃতীয়া কেন বিয়ের জন্য শুভ? জেনে নিন আসল কারণ
অক্ষয় তৃতীয়ার শুভতিথিতে বিয়ে করা যে সত্যিই শুভ, তার কারণ কী
Follow Us:
| Updated on: May 14, 2021 | 11:19 AM

হিন্দু পঞ্জিকা মতে অক্ষয় তৃতীয়ার দিনটি বিয়ের জন্য সবচেয়ে শুভ বলে মানা হয়। অনেকে শুধু এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। বিয়ের জন্য শুভ দিন থাকলে এই দিনটিতে বিয়ে সেরে ফেলার জন্য অপেক্ষা করেন অনেকেই। শুধু বিয়ে কেন, জীবনের যে কোনও বিশেষ বা গুরুত্বপূর্ণ কাজের জন্য এই দিনটিকে শুভ বলে মানা হয়।

অক্ষয় তৃতীয়ার শুভতিথিতে বিয়ে করা যে সত্যিই শুভ, তার কারণ কী ?

এর পিছনে কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। হিন্দু ধর্মে বহু পুরাণে উল্লেখ রয়েছে, ত্রেতা যুগের শুরু হয় এই দিনটিতে। দেবাদিদেব নারায়ণ মর্ত্যে নেমে এসেছিলেন এদিন। তাই হিন্দুদের ধারণা, এইদিন যাই করা হোক না কেন, তাতেই সাফল্য মিলবে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, অক্ষয় তৃতীয়ার দিন বিয়ে করলে দাম্পত্যজীবনে সুখ-শান্তি বজায় থাকে।

তবে গত একবছরের বেশি সময় ধরে করোনার কারণে অক্ষয় তৃতীয়ার দিন বহু বিবাহের অনুষ্ঠান ভেস্তে গিয়েছে। শুভ দিনে বিয়ে সারবেন ভেবেও পিছিয়ে দেওয়া হয়েছে অনুষ্ঠান।

আরও পড়ুন- Akshaya Tritiya 2021: অক্ষয় তৃতীয়াতে সোনা কিনুন অনলাইনেই, জানুন শুভতিথির মাহাত্ম্য

শুধু বিয়ের অনুষ্ঠানই নয়, ব্যবসা শুরু কাজ, সন্তানের জন্মের জন্যও এই দিন অনন্য বলে গণ্য করা হয়। হালখাতা, গৃহ প্রবেশ, গৃহ নির্মাণ, সোনা কেনা, বিনিয়োগ করা, কাউকে কোনও কিছু দান করার কাজের জন্য অক্ষয় তৃতীয়াকে বিশেষ শুভ দিন বলে মান্য করা হয়।

বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালন করা হয় অক্ষয় তৃতীয়া। হিন্দু ছাড়াও জৈনদের জন্যও এই দিনটি অত্যন্ত শুভ। পুরাণ মতে, এই শুভতিথিতে সমস্ত পাপ মুছে ফলতে কোনও দান-পুণ্য করার প্রবণতা থাকে। এদিন কাউকে কোনও কিছু দান করলে তাঁর জীবন অক্ষয় হয়। পুরাণে এও বলা আছে, এইদিন কোনও ব্যক্তির মৃত্যু হলে তাঁর অক্ষয় স্বর্গপ্রাপ্তি ঘটে।