লকডাউন কাটতে আবার মারাঠা মন্দিরে রাজ-সিমরন

দেশের দীর্ঘতম সময় ধরে চলতে থাকা হিন্দি রোমান্টিক ছবি। পরিচালক আদিত্য চোপড়া। অভিনয়ে শাহরুখ-কাজল। মুক্তি ২০ অক্টোবর ১৯৯৫।

লকডাউন কাটতে আবার মারাঠা মন্দিরে রাজ-সিমরন
'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' আবার মারাঠা মন্দির-এ
Follow Us:
| Updated on: Dec 02, 2020 | 10:04 PM

Tv9 বাংলা ডিজিটাল: পঁচিশ বছর ধরে টিকে থাকা রাজ-সিমরনের (Shah rukh Khan) (Kajol) প্রেমের ব্রেকআপ হয়েছিল হঠাৎ করে। রোজের মতো শেষ ট্রেনে চড়তে পারেনি সিমরন। রাজও সর্ষে ক্ষেতে গাইতে পারেনি গান, বাজাতে পারেনি ম্যান্ডোলিন। আর সিমরানের বাবা বলদেব সিংও পায়রাদের ছড়াতে পারেনি ধান।

লকডাউন বেঁধে রেখেছিল পঁচিশ বছরের অফুরান প্রেমের সিনেম্যাটিক অধ্যায়।

কিন্তু আর নয়। আবার মুক্তির স্বাদ পেল রাজ-সিমরন। আট মাসের মাথায় খুলল মুম্বইয়ের সিনেমাহল। দূরত্ববিধি, একাধিক স্বাস্থ্যবিধি, এমনকি আসন সংখ্যা ৫০ শতাংশ কমে গিয়ে জনসাধারণের জন্য সিনেমাহলের দ্বার উন্মুক্ত হল।

এবং সুখবর এল, ১২৭৪ সপ্তাহ ধরে চলতে থাকা ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ (Dilwale dulhania le jayenge) মুম্বইয়ের মারাঠা মন্দিরে দেখানো শুরু হবে আগামী সপ্তাহে। দেশের দীর্ঘতম সময় ধরে চলতে থাকা হিন্দি রোমান্টিক ছবি। পরিচালক আদিত্য চোপড়া। অভিনয়ে শাহরুখ-কাজল। মুক্তি পায় ২০ অক্টোবর ১৯৯৫।

এ বছর পঁচিশে পা দিল ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’। তবে ‘কোভিড’ কারণে সিনেমা বন্ধ থাকা পড়েছিল ভাটা পড়েছিল উদযাপনে। মুষড়ে পড়েছিলেন এসআরকে ফ্যান। মুষড়ে পড়েছিলেন মারাঠা মন্দির সিনেমাহলের কর্ণধার মনোজ দেসাইও, তিনি জানিয়েছেন, গত পঁচিশ বছরে এই প্রথম আমাদের প্রেক্ষাগৃহে ‘ডিডিএলজে’ দেখানো বন্ধ হল খারাপ লাগছে রজতজয়ন্তী বছরে আমরা কোনও উদযাপন করতেই পারিনি। ইয়াশ রাজ ফিল্মেসর সঙ্গে এ বিষয়ে  কথা বলছেন যে কী ভাবে ছবির পঁচিশ বছর আরও দারুণভাবে সেলিব্রেট করা যায়।

মারাঠা মন্দিরে (Maratha Mandir) আগামী ১৩ নভেম্বর ছবির স্ক্রিনিং শুরু হবে। সকাল সাড়ে এগারোটায় হবে প্রথম শো। ব্যালকনি টিকিটের দাম ২৫ টাকা, ড্রেস সার্কলের ২০ টাকা এবং স্টল টিকিটের দাম ১৫ টাকা ধার্য করা হয়েছে।

পনেরো বছর ধরে মারাঠা মন্দির-এ ম্যানেজার পদে রয়েছেন মনোজ পান্ডে। তিনি জানিয়েছেন, “সেই প্রথম দিনের অনুভূতি এখনও রয়ে গিয়েছে। এটা দেখে এখনও অবাক হই ‘ডিডিএলজে’ নিয়ে দর্শকের উন্মাদনা অটুট রয়েছে। কোভিডের আগে কলেজ পড়ুয়ারা নিয়মিত আসতেন। উইকেন্ডে, গোটা পরিবার দেখতে চলে আসত ‘ডিডিএলজে’। তবে এখন স্কুল-কলেজ বন্ধ। ভাইরাসের কবলে পড়ে চলাফেরায় কিছু সতর্কতাও রয়েছে। জানি না সিনেমাহল খোলার পরে দর্শকদের তরফ থেকে কেমন সাড়া মিলবে, তবে আমরা এখনও আশাবাদী।”

শুধু মুম্বইনগরীতে নয়, বিশ্বব্যাপী রি-রিলিজ করা হবে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ‘ডিডিএলজে’র পঁচিশ বছর সেলিব্রেট করতে ইয়াশ রাজ ফিল্মসের (Yash Raj Films) এটাই নতুন পরিকল্পনা। জার্মানি, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, কাতার, আমেরিকা, ইউকে, মরিশিয়াস, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি. নরওয়ে, সুইডেন, স্পেন, সুইজারল্যান্ড, ইস্টোনিয়া আর ফিনল্যান্ডেও মুক্তি পাবে ‘ডিডিএলজে’।