Breast Cancer: স্তন ক্যানসারে আক্রান্তের নিরিখে শীর্ষে চেন্নাই, দ্বিতীয় বেঙ্গালুরু: সমীক্ষা

Breast Cancer Awareness Month 2022: অতিরিক্ত ফাস্ট ফুড খাওয়া, সোডাযুক্ত পানীয় বেশি খাওয়া যেমন কোল্ড ড্রিংক- এসব খেলে স্তন ক্যানসারের সম্ভাবনা বাড়ে। সঙ্গে ধূমপান আর মদ্যপানের অভ্যাস থাকলে তো কথাই নেই

Breast Cancer: স্তন ক্যানসারে আক্রান্তের নিরিখে শীর্ষে চেন্নাই, দ্বিতীয় বেঙ্গালুরু: সমীক্ষা
স্তন ক্যানসার বাড়ছে কর্ণাটকে
Follow Us:
| Edited By: | Updated on: Oct 14, 2022 | 2:33 PM

দেশজুড়ে ক্রমশই বাড়ছে ক্যানসার আক্রান্তের সংখ্যা। গত বছরের পাওয়া তথ্য অনুযায়ী হায়দরাবাদ আর চেন্নাইয়ের পর স্তন ক্যানসারে আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানেরয়েছে বেঙ্গালুরু। কর্ণাটকে জনসংখ্যার নিরিখে প্রতি বছর স্তন ক্যানসারেই আক্রান্ত হন ৩০ হাজার মানুষ। গত বছর নতুন করে শুধুমাত্র স্তন ক্যানসারে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯,৮০০। দু বছর আগেও স্তন ক্যানসারে আক্রান্তের সংখ্যায় এতটা বাড়বাড়ন্ত ছিল না বেঙ্গালুরুর। এবারে তা পিছনে ফেলেছে হায়দরাবাদকেও। প্রতি লক্ষ জন সংখ্যার নিরিখে শুধুমাত্র স্তন ক্যানসারেই বেঙ্গালুরুতে আক্রান্ত ৪০.৫ শতাংশ। চেন্নাইতে প্রতি লক্ষে ৪২.২ শতাংশ।

কর্ণাটকের পপুলেশন বেসব ক্যান্সার রেজিস্ট্রি ( PBCR) অনুসারে, ১৯৮২ সালে বেঙ্গালুরুতে প্রতি লক্ষে স্তন ক্যানসারে আক্রান্তের সংখ্যা ছিল ১৫ লক্ষ। ১৯৮২-২০২২ আক্রান্তের সংখ্যায় বিশাল পরিবর্তন এসেছে। অক্টোবর মাস স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবেই পালন করা হয়। বিশেষজ্ঞদের দেওয়া তথ্য অনুসারে আমাদের দেশে মহিলাদের মধ্যে প্রথম ওখুব সাধারণ ক্যানসার হল এই স্তন ক্যানসার। শহরে ২৫ % মানুষ আক্রান্ত এই ক্যানসারে আর গ্রামীণ এলাকায় তা ৩২ %।

কিদওয়াই মেমোরিয়াল ইনস্টিটিউট অফ অঙ্কোলজি অনুসারে, প্রতি বছর ৮০০টিরও বেশি স্তন ক্যানসারের আক্রান্তের খোঁজ মেলে বেঙ্গালুরুতে। এর মধ্যে ১৭ শতাংশের ক্ষেত্রে দায়ী হল মহিলারাই। স্তন ক্যানসারের আক্রান্তদের গড় বয়স আগে ছিল ৪০-৭০। এখন তা কমে হয়েছে ৩০-৫০ বছর। বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক বছরে ২০-৩০ বছর বয়সীদের মধ্যে বেশি দেখা দিচ্ছে এই ক্যানসার আক্রান্তের সংখ্যা। এবং কম বয়সীদের মধ্যে এই ক্যানসার আরও মারাত্মক। অধিকাংশ ক্ষেত্রে ৫০ শতাংশেরও বেশি মানুষ আসেন যখন তাঁদের ক্য়ানসার তৃতীয় বা চতুর্থ স্টেজে থাকে। প্রাথমিক পর্যায়ে ক্যানসার ধরা পড়লে ৯০ শতাংশ পর্যন্ত নিরাময়ের সম্ভাবনা থেকে যায়। পশ্চিমের দেশগুলির সঙ্গে তুলনা করলে ভারতে স্তন ক্যানসারের সেরে ওঠার সংখ্যা কম।

স্তন ক্যানসারের কারণ কী এ সম্বন্ধে সঠিক কোনও তথ্য জানা না গেলেও একটানা বসে কাজ করা,অতিরিক্ত ফাস্ট ফুড খাওয়া, সোডাযুক্ত পানীয় বেশি খাওয়া যেমন কোল্ড ড্রিংক- এসব খেলে স্তন ক্যানসারের সম্ভাবনা বাড়ে। সঙ্গে ধূমপান আর মদ্যপানের অভ্যাস থাকলে তো কথাই নেই। যাঁদের হরমোনের সমস্যা রয়েছে, পিরিয়ডের সমস্যা রয়েছে, ওবেসিটি থাকলে, বয়সের তুলনায় অনেকটা পর যদি সন্তান আসে বা সন্তান না হলে এই স্তন ক্যানসারে আক্রান্তের সম্ভাবনা থাকে সবচাইতে বেশি। কোনও রকম শরীরচর্চা না করলে যে কোনও সমস্যাই বাড়বে। এক্ষেত্রেও ঠিক তাই। আর যাঁদের দীর্ঘদিন ধরে হরমোন থেরাপি চলছে, গর্ভনিরোধক ওষুধ খাচ্ছেন তাঁদের ক্ষেত্রেও ঝুঁকি থাকে বেশি। তাই স্তনে কোনও লাম্ফ দেখা দিলে, কোথাও ফোলা ভাব না ব্যথা থাকলে, স্তনে জ্বালা ভাব থাকলে, স্তনবৃন্ত লাল হয়ে গেলে এবং সেখান থেকে যদি কোনও তরল নিঃসরণ হয় তাহলে সাবধান। দেরি না করে ততক্ষনাৎই পরমর্শ করুন ডাক্তারের সঙ্গে।