Covid 4th Wave: বৃষ্টির ফোঁটা গায়ে পড়তেই হাঁচি-কাশিতে জেরবার, কোভিড নাকি নিছকই অ্যালার্জি

Health Tips: সর্দি, কাশি-হাঁচির সমস্যা হলে অন্তত ৫৬ দিন নিজেকে আইসোলেশনে রাখবেন। নিজের ব্যবহার করা রুমাল, বালিশ, তোয়ালে যাতে অন্য কেউ ব্যবহার না করে সেদিকেও নজর রাখবেন

| Edited By: | Updated on: Jul 26, 2022 | 9:19 AM
ফের বাড়তে শুরু করেছে করোনা। দৈনিক সংক্রমণ মাঝে একেবারেই কমে গিয়েছিল। গত একমাসে ফের তা বাড়তে শুরু করেছে। দৈনিক সংক্রমণ থাকছে ২০ হাজারেরও বেশি। যে কারণে আবারও সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। হাসপাতালে বেড়েছে কোভিড রোগীদের ভিড়। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। যা ভাবাচ্ছে চিকিৎসকদের।

ফের বাড়তে শুরু করেছে করোনা। দৈনিক সংক্রমণ মাঝে একেবারেই কমে গিয়েছিল। গত একমাসে ফের তা বাড়তে শুরু করেছে। দৈনিক সংক্রমণ থাকছে ২০ হাজারেরও বেশি। যে কারণে আবারও সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। হাসপাতালে বেড়েছে কোভিড রোগীদের ভিড়। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। যা ভাবাচ্ছে চিকিৎসকদের।

1 / 5
রোজ এত ভাবে প্রচার চালানোর পরও মানুষের মধ্যে তৈরি হয়েছে বুস্টারের প্রতি অনীহা। বুস্টার নিতে চাইছেন না অনেকেই। মাস্ক নেই, মানছেন না সামান্য দূরত্ব বিধিও। তাই সতর্ক করার পরও হুঁশ ফিরছে না মানুষের। এই সব কিছুর জন্যই দ্রুত গতিতে বাড়ছে করোনার সংক্রমণ।

রোজ এত ভাবে প্রচার চালানোর পরও মানুষের মধ্যে তৈরি হয়েছে বুস্টারের প্রতি অনীহা। বুস্টার নিতে চাইছেন না অনেকেই। মাস্ক নেই, মানছেন না সামান্য দূরত্ব বিধিও। তাই সতর্ক করার পরও হুঁশ ফিরছে না মানুষের। এই সব কিছুর জন্যই দ্রুত গতিতে বাড়ছে করোনার সংক্রমণ।

2 / 5
করোনার এই চতুর্থ ঢেউয়ের নেপথ্যেও রয়েছে ওমিক্রন সাব ভ্যারিয়েন্ট। এই সাবভ্যারিয়েন্ট অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে। বর্ষাকালে ঘরে ঘরে লেগে থাকে সর্দি-কাশির সমস্যা। নাক দিয়ে জল পড়া, নাক বন্ধ, হাঁচি, কাশি, মাথা ব্যথা এসব লেগেই থাকে। করোনার উপসর্গ আর সাধারণ অ্যালার্জির উপসর্গ একই। যে কারণেই অধিকাংশ মানুষ জ্বর হলে কোভিড টেস্টও করাচ্ছেন না।

করোনার এই চতুর্থ ঢেউয়ের নেপথ্যেও রয়েছে ওমিক্রন সাব ভ্যারিয়েন্ট। এই সাবভ্যারিয়েন্ট অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে। বর্ষাকালে ঘরে ঘরে লেগে থাকে সর্দি-কাশির সমস্যা। নাক দিয়ে জল পড়া, নাক বন্ধ, হাঁচি, কাশি, মাথা ব্যথা এসব লেগেই থাকে। করোনার উপসর্গ আর সাধারণ অ্যালার্জির উপসর্গ একই। যে কারণেই অধিকাংশ মানুষ জ্বর হলে কোভিড টেস্টও করাচ্ছেন না।

3 / 5
এই কারণেই সংক্রমণ আরও বেশি ছড়াচ্ছে। কোভিড আর সাধারণ অ্যালার্জির মধ্যে সামান্যই কিছু ফারাক রয়েছে। ঠান্ডা লেগে অ্যালার্জি হলে সেক্ষেত্রে ক্লান্তি, জ্বর এসব বেশিদিন থাকবে না। কষ্টও কম হবে। আর কোভিডে তিন-চারদিনের ভোগান্তির সঙ্গে ক্লান্তি, মাথাব্যথা এসব লেগেই থাকবে। খিদে মন্দা, বুকে চাপ লাগা থাকবে এইসবও।

এই কারণেই সংক্রমণ আরও বেশি ছড়াচ্ছে। কোভিড আর সাধারণ অ্যালার্জির মধ্যে সামান্যই কিছু ফারাক রয়েছে। ঠান্ডা লেগে অ্যালার্জি হলে সেক্ষেত্রে ক্লান্তি, জ্বর এসব বেশিদিন থাকবে না। কষ্টও কম হবে। আর কোভিডে তিন-চারদিনের ভোগান্তির সঙ্গে ক্লান্তি, মাথাব্যথা এসব লেগেই থাকবে। খিদে মন্দা, বুকে চাপ লাগা থাকবে এইসবও।

4 / 5
কোভিড হলে চোখ লাল হয়ে গিয়ে জ্বর আসবেই। সঙ্গে মাথা ব্যথা, গায়ে-হাত পায়ে ব্যথা, শীত লাগা, স্বাদ-গন্ধ চলে যাওয়া এই সব সমস্যা থাকছে। এবারের কোভিডে আরও একটি সাধারণ উপসর্গ হল ডায়ারিয়া ও পেটখারাপ। এভাবেই লক্ষণ দেখলে সতর্ক হন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন।

কোভিড হলে চোখ লাল হয়ে গিয়ে জ্বর আসবেই। সঙ্গে মাথা ব্যথা, গায়ে-হাত পায়ে ব্যথা, শীত লাগা, স্বাদ-গন্ধ চলে যাওয়া এই সব সমস্যা থাকছে। এবারের কোভিডে আরও একটি সাধারণ উপসর্গ হল ডায়ারিয়া ও পেটখারাপ। এভাবেই লক্ষণ দেখলে সতর্ক হন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন।

5 / 5
Follow Us: