Norovirus: কয়েক সপ্তাহ ধরে নাগাড়ে বাড়ছে পেটের সমস্যা, নরোভাইরাসকেই দায়ী করছেন চিকিৎসকদের একাংশ
Stomach-Related Illnesses: হাত ধুয়ে খাবার খান। বাইরের খাবার, জল, নোংরা হাতে খাবার এই সব অভ্যাস এড়িয়ে চলুন। বাড়িতে কেউ অসুস্থ হলে ঘর জীবাণুমুক্ত রাখুন
দেশ জুড়ে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে বেড়েছে মৃত্যুও। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৫৯ জন। রাজ্যে মৃত্যু হয়েছে একজনের। আক্রান্তের মধ্যে ২৫ জন রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভর্তি। হোম আইসোলেশনে রয়েছেন ৩৭৩ জন। এর মধ্যেই কেরলে ২ শিশুর দেহে মিলেছে নরোভাইরাসের খোঁজ। কেরলের স্বাস্থ্য দফতরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, দুটি শিশুর দেহে অতি সংক্রামক নরোভাইরাসের খোঁজ মিলেছে। মনে করা হচ্ছে জল বা কোনও খাবার থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। নরোভাইরাসের সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে পেট খারাপ, ডায়েরিয়া, বমি, জ্বর ইত্যাদি। এই সমস্যায় অনেকেই ভুগছেন। সাধারণ ২-৩ দিনের বেশি সমস্যা স্থায়ী হয় না। তবে শুধু শিশুরাই নন, বয়স্করাও আক্রান্ত হতে পারেন এই ভাইরাসে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াইমিং ডিপার্টমেন্ট অফ হেলথ (ডব্লিউডিএইচ)- এর তরফে একটি সমীক্ষার পর জানানো হয়েছে, ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিস নামে পরিচিত একটি পেটের অসুখে প্রচুর মানুষ ভুগছেন। দিনের পর দিন বাড়ছে সেই অসুখে আক্রান্তের সংখ্যাও। বর্তমানে সেই দেশের তরফে বিশেষ নজর রাখা হচ্ছে স্কুল আর রেস্তোরাঁগুলিতে। এই সমস্যার জন্য মূলত দায়ী করা হচ্ছে দূষণকেই। রোটাভাইরাস, নোরোভাইরাস, অ্যাডেনোভাইরাস, স্যাপোভাইরাস এবং অ্যাস্ট্রোভাইরাস ইত্যাদি ই-কোলাই ব্যাকটেরিয়া পেটের সংক্রমণের জন্য মূলত দায়ী।
নরোভাইরাসকে অতিসংক্রামক ভাইরাস হিসেবেই চিহ্নিত করা হয়েছিল। সরাসরি আক্রান্তের সংস্পর্শে আসলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। এছাড়াও দূষিত খাবার, ভাইরাস দ্বারা দূষিত কোনও তরল, হাত-মুখ না ধুয়ে খাওয়ার খাওয়া, আক্রান্ত ব্যক্তির হাত থেকে সরাসরি খাবার খাওয়ার মাধ্যমেই ছড়ায় এই ভাইরাস। এছাড়াও দূষিত জল বা কোনও খাবারে সংক্রমণ হয়েছে সেখান থেকেও কিন্তু ছড়াতে পারে এই ভাইরাস। সংক্রমণ ২-৩ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।
সংক্রমণ প্রতিরোধ করতে যা কিছু করবেন-
প্রচুর পরিমাণে জল খেতে হবে। তবে যেখান-সেখান থেকে জল খাবেন না।
পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।
খাবার আগে ও পরে হাত ধুয়ে নেওয়া ভীষণ ভাবে জরুরি।
বাথরুম থেকে বেরিয়ে আসার পরও হাত ধুতে হবে।
সামুদ্রিক খাবার এড়িয়ে চলুন। বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন।
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।