Mushroom: গ্রাম বাংলার এই খাবার বয়সের চাকা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে

বিভিন্ন প্রসাধনী দ্রব্যে যে সব উপাদানগুলি ব্যবহৃত হয়, তার মধ্যে অন্যতম হল মাশরুম। সেই মাশরুম যদি খেতে পারেন, তাহলে পাবেন একই উপকার। মাশরুম আপনার বয়সকে এখ ঝকটায় অনেকখানি কমিয়ে দিতে পারে। আপনাকে আরও সতেজ করে তুলতে সক্ষম এই ছত্রাক।

Mushroom: গ্রাম বাংলার এই খাবার বয়সের চাকা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে
আমিষ খাবার ছাড়াও এক নিরামিষ খাবারেও পর্যাপ্ত মাত্রায় ভিটামিন-ডি ও ক্যালসিয়াম রয়েছে। প্রোটিন ও ভিটামিনের অন্যতম উৎস মাশরুম। এটিই একমাত্র প্রাকৃতিক সবজি, যার মধ্যে প্রাকৃতিকভাবে ভিটামিন-ডি পাওয়া যায়। এছাড়া এতে ক্যালসিয়ামও পাওয়া যায়
Follow Us:
| Updated on: Jun 19, 2024 | 7:36 PM

একটি খাবার হল মাশরুম। ছত্রাকজাতীয় এই উদ্ভিদ গ্রামবাংলার মাঠে, ঘাটে, খড়ের চালে হয়ে থাকে। বর্ষাকালেই তা বেশি জন্মায়। এই মাশরুমে রয়েছে বিবিধ পুষ্টিগুণ। মাশরুমে রয়েছে এমন সব উপাদান, যা আপনাকে বহু বছর পর্যন্ত তরতাজা এবং নবীন রাখতে পারে।

বিভিন্ন প্রসাধনী দ্রব্যে যে সব উপাদানগুলি ব্যবহৃত হয়, তার মধ্যে অন্যতম হল মাশরুম। সেই মাশরুম যদি খেতে পারেন, তাহলে পাবেন একই উপকার। মাশরুম আপনার বয়সকে এখ ঝকটায় অনেকখানি কমিয়ে দিতে পারে। আপনাকে আরও সতেজ করে তুলতে সক্ষম এই ছত্রাক।

‘অয়েস্টার’ ও ‘শিতাকে’ মাশরুমে থাকে প্রচুর বিটা গ্লুকান যা এক ধরনের দ্রবণীয় ফাইবার। বিটা গ্লুকান কোলেস্টেরল কমায়, হার্ট ও ত্বক ভাল রাখে। অন্য দুই প্রজাতির মাশরুম হল ‘রেইশি ও ‘চাগা’ মাশরুম। চাগা মাশরুমকে অমরত্বের মাশরুমও বলা হয়। মূলত জাপান, কোরিয়া ও চিনে এই মাশরুম পাওয়া যায়। আমেরিকায় বিশাল কদর এর। ত্বককে আদ্র রাখে, শুষ্ক হতে দেয় না। স্বাভাবিকভাবেই এই মাশরুম খেলে ত্বকে বলিরেখা পড়ে না। আপনাকে অনেকটাই অল্প বয়স্ক দেখাবে।

মাশরুমে থাকে সেলেনিয়াম নামক অ্যান্টি-অক্সিড্যান্ট যা ‘ফ্রি র‌্যাডিক্যালের’ ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে রক্ষা করে। হৃদ্‌রোগ এবং ক্যানসার-এর ঝুঁকি বাড়ায় এই ফ্রি র‍্যাডিক্যাল। মাশরুমে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরকে বার্ধক্যজনিত ক্ষয় থেকেও রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।