Menopause: মেনোপজের সঙ্গে ব্রেস্ট ক্যান্সারের কোনও সম্পর্ক রয়েছে?

Breast Cancer: ইস্ট্রোজেন হরমোন ব্রেস্ট ক্যান্সার বা স্তনের ক্যান্সারের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। মেনোপজে ইস্ট্রোজেনের মাত্রা কমে যায়। যার জেরে ব্রেস্ট টিস্যুর সিমুলেশন কমিয়ে দেয়। এ ভাবে নারী শরীরের এমন জটিল অবস্থা তৈরি হয়, যা ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা তৈরি করে।

Menopause: মেনোপজের সঙ্গে ব্রেস্ট ক্যান্সারের কোনও সম্পর্ক রয়েছে?
ক্যানসার বিশেষজ্ঞ জানান, শরীরে ক্যানসারের জীবাণু বাসা বাঁধলে ৫টি উপসর্গ বা ৫টির মধ্যে কোনও একটি দেখা দিতে পারে। এই উপসর্গগুলি দেখা দিলে অবহেলা করবেন না। অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন
Follow Us:
| Updated on: Jun 19, 2024 | 7:01 PM

মেনোপজ মহিলাদের ক্ষেত্রে খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। নির্দিষ্ট বয়সের পর মহিলাদের ঋতুচক্রের শেষ হয়। এই প্রক্রিয়াকেই মেনোপজ বলে। মেনোপজের পর মহিলাদের শরীরের একাধিক শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে। বিশেষ করে হরমোনের মাত্রার তারতম্য ঘটে। ইস্ট্রোজেনের মাত্রাও পরিবর্তন ঘটে। নারী শরীরেরও বেশ কিছু পরিবর্তন শুরু হয়।

ইস্ট্রোজেন হরমোন ব্রেস্ট ক্যান্সার বা স্তনের ক্যান্সারের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। মেনোপজে ইস্ট্রোজেনের মাত্রা কমে যায়। যার জেরে ব্রেস্ট টিস্যুর সিমুলেশন কমিয়ে দেয়। এ ভাবে নারী শরীরের এমন জটিল অবস্থা তৈরি হয়, যা ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা তৈরি করে।

যদিও মেনোপজের পরই মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হয়- এ কথার কোনও ভিত্তি নেই। মেনোপজের সঙ্গে সরাসরি স্তন ক্যান্সারের যোগও টানা যায় না। কিন্তু এ কথা বলাই যায়- মেনোপজের পর নারী শরীরে তৈরি হওয়া কিছু অবস্থা ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। তাই বলে এই নয় যে, মেনোপজের আগে ব্রেস্ট ক্যান্সার হয় না। তাই ব্রেস্ট ক্যান্সার রুখতে নারীদের উচিত স্তনের যত্ন বিশেষভাবে নেওয়া। মেনোপজের পর কোনও ভাবেই অবহেলা করা উচিত নয়।