Moderna Covid Vaccine: ফাইজারের চেয়ে অনেক বেশি কার্যকর মডার্নার ভ্যাকসিন, নতুন গবেষণার ফলাফল দেখলে অবাক হবেন!
মডার্না কতদিনের মধ্যে আসবে সেই নিয়ে বিশেষ মন্তব্য না করা হলেও, আশা করা যাচ্ছে যে বছরের শেষে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি পাওয়া যেতে পারে।
মডার্নার ভ্যাকসিন ফাইজার বা জনসন অ্যান্ড জনসনের চেয়ে সার্স-কোভিড ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েশনের বিরুদ্ধে উল্লেখযোগ্যভাবে বেশি কার্যকর। একটি নতুন গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে। এর পাশাপাশি এও বলা হচ্ছে মডার্নার ডোজে যে অ্যান্টিবডি তৈরি হবে তা বাকিদের থেকে অনেক বেশি স্থায়ী হবে।
মর্বিডিটি অ্যান্ড মর্টালিটি উইকলি রিপোর্টে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে যে, মডার্না হাসপাতালে ভর্তি হওয়া ১৮ বছর বা তার বেশি বয়স্কদের মধ্যে সংক্রমণ প্রতিরোধে ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকর ছিল। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটির গবেষক শন গ্রানিস বলেন, “আজকের দিনে সারা বিশ্ব থেকে প্রাপ্ত তথ্যগুলি দেখলে বোঝা যায় যে কোভিডের কারণে হাসপাতালে ভর্তি এবং জরুরী বিভাগের অ্যাডমিশন কমাতে ভ্যাকসিন অত্যন্ত কার্যকর। এমনকি নতুন কোভিড ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও ভ্যাকসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
গ্রানিস যোগ করেছেন, “যারা গুরুতর অসুস্থতা কমাতে চান কিংবা আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার বোঝা কমাতে ইচ্ছুক, তাঁদের সকলের জন্য আমরা দৃঢ়ভাবে টিকা নেওয়ার পরামর্শ দিয়ে থাকি।” দলটি আরও দেখেছে যে ১৮ বছর বা তার বেশি বয়স্কদের মধ্যে হাসপাতালে ভর্তি প্রতিরোধে ফাইজারের তৈরি করা ভ্যাকসিন ৮০ শতাংশ কার্যকর ছিল। অন্যদিকে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন এক্ষেত্রে ৬০ শতাংশ কার্যকর হয়েছিল। গবেষণার জন্য দলটি ২০২১ সালের জুন, জুলাই এবং অগাস্ট মাসে নয়টি রাজ্য থেকে ৩২,০০০ এরও বেশি মেডিকেল এনকাউন্টার বিশ্লেষণ করেছিল। এই সময়কালে ডেল্টা ভ্যারিয়েশন করোনার প্রধান স্ট্রেন হয়ে উঠেছিল।
ফলাফলে দেখা গেছে যে সমস্ত মানুষ ভ্যাকসিন নেন নি তাঁদের কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। শুধু তাই নয়, এই সংক্রমণ গুরুতর হওয়ার প্রবণতাও টিকা নেওয়া ব্যক্তির তুলনায় ৫ থেকে ৭ গুণ বেশি হয়। গবেষণায় আরও দেখা গেছে যে ৭৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য ভ্যাকসিনের কার্যকারিতা কম। এই তথ্য পূর্ববর্তী গবেষণায় বিশেষ গুরুত্বের সঙ্গে দেখানো হয়নি। এর কারণ হিসেবে অনেক কিছুর সম্ভাবনা থাকতে পারে বলেই জানানো হয়েছে।
মোদ্দা কথায়, ভ্যাকসিনই এই মুহূর্তে করোনার যে কোনও ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা পাওয়ার একমাত্র উপায়। মডার্না কতদিনের মধ্যে আসবে সেই নিয়ে বিশেষ মন্তব্য না করা হলেও, আশা করা যাচ্ছে যে বছরের শেষে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি পাওয়া যেতে পারে। এই ভ্যাকসিনের কার্যকারিতা অঞ্চলভেদে বদলে যেতে পারে কি না সেই নিয়েও এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি। আপাতত আমাদের উচিত দেরি না করে প্রচলিত ভ্যাকসিনগুলো তাড়াতাড়ি নিয়ে নিজেদের ইমিউনিটি যতটা সম্ভব বাড়িয়ে তোলা।
আরও পড়ুন: কফি আপনার জন্য আশীর্বাদ না অভিশাপ? জেনে নিন কফি সম্পর্কে কী বলছে আয়ুর্বেদিক শাস্ত্র!
আরও পড়ুন: ভারতে কম বয়সীদের মধ্যে হৃদরোগে আক্রান্তের সংখ্যা বেশি, নিজেকে সুস্থ রাখবেন কীভাবে?