Saraswati Puja 2022: বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের শাড়ির পাশাপাশি কাঁচা হলুদ খাওয়া আর মাখা আবশ্যিক! কেন জানেন?

নিম্নচাপের গেরোয় শীত খানিক ব্যাকফুটে। বইতে শুরু করেছে বসন্তের হাওয়া। আর তাই এই সময় বসন্ত রোগের হাত থেকে বাঁচতেই বাড়তি সতর্কতা দরকার

Saraswati Puja 2022: বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের শাড়ির পাশাপাশি কাঁচা হলুদ খাওয়া আর মাখা আবশ্যিক! কেন জানেন?
সরস্বতীর পুজোতে লাগে কাঁচা হলুদও
Follow Us:
| Edited By: | Updated on: Feb 03, 2022 | 7:54 PM

সরস্বতী পুজো ( Saraswati Puja)মানেই মনে ঘিরে থাকে একরাশ নস্ট্যালজিয়া। মাঘের সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে কাচা পোশাকে অঞ্জলি ( Anjali) দেওয়াটাই নিয়ম। পুজোর কয়েকদিন আগে থেকেই উৎসবের আমেজ তৈরি হয়ে যায় পড়ুয়াদের মধ্যে। ডেকোরেশন, প্রতিমা, আলপনা, এক্সিবিশন, সন্ধ্যের সাংস্কৃতিক অনুষ্ঠান এই সবকিছু নিয়েই চলতে থাকে প্রচুর পরিকল্পনা। এরপর একে একে দায়িত্ব ভাগ করে নেওয়া, বাজার করতে যাওয়া, স্কুলে স্কুলে পুজোর চিঠি দিয়ে নিমন্ত্রণ করতে যাওয়া- এই সব কিছুর মধ্যে কিন্তু মিশে থাকে অন্যরকম আনন্দ। প্রথম শাড়ি আর পাঞ্জাবিতে প্রেমটা কিন্তু এই বসন্ত পঞ্চমীতেই ( Bengali valentine’s Day) হয়। মার আলমারি ঘেঁটে নিজের সবচেয়ে পছন্দের শাড়িটা কেড়ে নিয়ে পরার মধ্যে যেমন অন্যরকম অনুভূতি থাকে তেমনই আড়চোখে তাকানো মেয়েটির চোখে চোখ পড়ার মধ্যে থাকে একটা যুদ্ধজয়ের হাসি।

সরস্বতী পুজো মানেই চারিদিকে হলুদ শাড়ির মেলা। এদিন বেশিরভাগেরই পছন্দের তালিকায় থাকে হলুদ। অন্যদিকে এদিন পুজোর উপকরণে পলাশ ফুলের সঙ্গে থাকে একটুকরো হলুদ। এছাড়াও এদিন সব পড়ুয়াদের হলুদ টিকা লাগিয়ে স্নানের বিশেষ রীতিও রয়েছে। সেই সঙ্গে স্নানের জলে দেওয়া থাকে তুলসি পাতা আর নিমপাতা। বলা হয়, এতে জলের শুদ্ধিকরণ ঘটে।এছাড়াও স্নান করার আগে মুখে এবং গায়ে নিম ও কাঁচা হলুদ বাটা মাখতে হয়।এতে আমাদের দেহের শুদ্ধিকরণ ঘটে এবং শরীরের কোনো রকম সংক্রমণ থেকেও এই মিশ্রণ রক্ষাকবচ হিসেবে কাজ করে।

আসলে এই সময়ে আবহাওয়া এমনই থাকে যে পক্স, হামের জার্ম খুব সহজেই কাবু করে ফেলে। তাই জীবাণু থেকে বাঁচতেই কাঁচা হলুদ মাখা হয়। এছাড়াও এদিন সেজেগুজে বেরোনোর পরিকল্পনা সব মেয়েদেরই থাকে। তেল দিয়ে কাঁচা হলুদ মাখলে মুখ একটু বেশিই চকচক করে। রোদে ত্বক কম পোড়ে। এছাড়াও মুখ তেলতেলে হয়ে যায় না। তাই এসব প্রাচীন টোটকার ব্যবহার আজও চলে আসছে। তবে এদিন হলুদ তেল লাগানোর পাশাপাশি কাঁচা হলুদ দিয়ে বানিয়ে নিতে পারেন এই ফেসপ্যাকও। এতেও কিন্তু ত্বক বেশ সুন্দর থাকে সারাদিন। যে কোনও রকম ত্বকেই ব্যবহার করা যেতে পারে এই ফেসপ্যাক ।

কাঁচা হলুদ বাটা, নিম পাতা বাটা, টকদই, বেসন দিয়ে বানিয়ে নিন এই প্যাক। এতে ত্বকের অতিরিক্ত তেল যেমন বোঝা যাবে না তেমনই কিন্তু দাগ, ছোপ থেকেও পাওয়া যায় মুক্তি। তবে যে যার ত্বক অনুযায়ী এই সব প্যাক ব্যবহার করা উচিত।

Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।