Coronavirus: কোভিডের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখে নিমপাতা! যা বলছে সমীক্ষা…
Neem: নিমের মধ্যেকার যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে তাকে কাজে লাগিয়েই প্রচুর ওষুধ, কীটনাশক তেল এসব তৈরি করা হয়। এছাড়াও নিম আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে
নিম পাতার (Neem) ব্যবহার আজ নয়, প্রাচীন কাল থেকেই চলে আসছে আমাদের দেশে। নিম পাতার মধ্যে যে অ্যান্টিসেপটিক (Antiseptic) গুণ রয়েছে সেই গুণকে কাজে লাগিয়েই ওষুধ, তেল থেকে প্রসাধনী সবই তৈরি করা হত। এখনও অনেক আর্য়ুবেদিক ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় নিমের নির্যাস। সম্প্রতি নতুন একটি গবেষণায় উঠে এসেছে নিমের নির্যাস থেকে তৈরি ওষুধ করোনার (Coronavirus) বিস্তার এবং সংক্রমণ রোধে সাহায্য করবে। হাজার হাজার বছর নিম ব্যবহার হয়ে আসছে নানা কাজে। নিমের ছালের নির্যাস ম্যালেরিয়া, পাকস্থলী, অন্ত্রের আলসার, চর্মরোগ এবং আরও নানা চিকিৎসায় কিন্তু ব্যবহার করা হয়। ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড রিসার্চের একটি গবেষণায় উঠে এসেছে, SARS-CoV-ভাইরাস সহ করোনার নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করতে পারে এমন কিছু উপাদান কিন্তু রয়েছে নিমের মধ্যে।
গবেষকরা একটি পশুর মডেলের উপর নিমের এই নির্যাস ব্যবহার করে দেখেছেন এবং সেখানে আশানুরূপ ফল পেয়েছেন। সেখানেই তাঁরা দেখেন নিমের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে অ্যান্টিভাইরাল কিছু বৈশিষ্ট্য রয়েছে। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল কোভিড আক্রান্তদের ফুসফুসের চিকিৎসায় পরীক্ষামূলক ভাবে নিমের ছালের নির্যাস ব্যবহার করেন। এবং সেখান থেকে তাঁরা সংক্রমণ প্রতিরোধেও সমর্থ হয়েছেন। এই গবেষণার উপর ভিত্তি করেই গবেষকরা জানিয়েছেন, করোনাভাইরাসে গুরুতর আক্রান্ত হলে সেখানে ব্যবহার করা যেতে পারে নিমের ছাল থেকে তৈরি ওষুধ। যা সময় এবং জীবন দুই বাঁচাবে। এই ওষুধ ব্যবহার করলে কেমন ফলাফল আসতে পারে তার ব্যখ্যাও কিন্তু রয়েছে ভাইরোলজি জার্নালে।
গবেষণার সহ-লেখক মারিয়া নাগেল যেমন বলেন, গলা ব্যথা বা গলায় সংক্রমণের জন্য যেমন পেনিসিলিন ব্যবহার করা হয় তেমনই কোভিডের জন্য এবার থেকে ব্যবহার করা যেতে পারে নিমের তৈরি এই ওষুধ। এবং তাঁর আশা, নিমের নির্যাস থেকে তৈরি ওষুধেই কমবে কোভিড মৃত্যু ঝুঁকি। সেই সঙ্গে হাসপাতালে ভর্তির সংখ্যাও কমবে। এবং মানুষ অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন।
কোভিডের মহামারী এখনও শেষ হয়নি। তা যে অতিদ্রুত শেষ হয়ে যাবে এমন আশার আলোও কিন্তু এখনও পর্যন্ত দেখা যায়নি। ওমিক্রনের বিভিন্ন ভ্যারিয়েন্ট এখনও বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। তবে তুলনায় অনেকটাই কম আক্রান্তের সংখ্যা। নেমেছে কোভিড মৃত্যু গ্রাফও। এরই মধ্যে চলছে জোরদার টিকাকরণ। স্বাস্থ্যকর্মী এবং বয়স্কদের মধ্যে অনেকেই বুস্টার ডোজ পেয়ে গিয়েছেন। আর তার মধ্যে করোনা ঠেকাতে নতুন এই গবেষণায় ভবিষ্যতের প্রতিশ্রুতি দেখতে পাচ্ছেন চিকিৎসকরা।
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
আরও পড়ুন: Cancer: পারিবারিক ইতিহাসে রয়েছে ক্যানসার? এই সব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন…