৪০টি শহরে ছুটবে ১০টি ‘বন্দে ভারত’, তোড়জোড় শুরু ভারতীয় রেলে
বর্তমানে দুটি রুটে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেন চালানো হয়। এ বার ৭৫ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে নয়া পরিকল্পনা।
নয়া দিল্লি: আগামী বছরের অগস্টের মধ্যে ১০টি নতুন ‘বন্দে ভারত’ এক্সপ্রেস (Vande Bharat Express) চালু করার লক্ষ্যমাত্রা নিল কেন্দ্র। ২০২২-এ ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন দায়িত্বপ্রাপ্ত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnav) জানিয়েছেন যে তিনি নিজে পুরো প্রজেক্ট খতিয়ে দেখবেন। ওই ট্রেন ভারতের ১০টি শহরকে সংযুক্ত করবে বলে জানা গিয়েছে। ‘বন্দে ভারত’ দেশে তৈরি একটি উচ্চতর গতির ট্রেন। এটি চালানোর কোনও জন্য ইঞ্জিনের প্রয়োজন পড়ে না।
২০১৯-এ প্রথম চালু হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা। দ্রুত গতির এই ট্রেন এ বার ৪০টি শহরে ছোটানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সেমি হাইস্পিড ট্রেনটি তৈরি করেছে হায়দরাবাদের ইঞ্জিনিয়ারিং সংস্থা ‘মেধা’। গত ফেব্রুয়ারিতে এই সংস্থার সঙ্গে এই ট্রেন নিয়ে চুক্তি করেছিল কেন্দ্র। বর্তমানে দুটি রুটে এই ট্রেন চালানো হয়। একটি দিল্লী থেকে বারাণসী ও অপরটি দিল্লি থেকে কাটরা।
কেন্দ্রের সঙ্গে হায়দরাবাদি সংস্থার চুক্তি অনুযায়ী ৪৪টি বন্দে ভারত এক্সপ্রেসের ইলেকট্রনিক সিস্টেম সরবরাহ করবে এই সংস্থা। কেন্দ্র জানিয়েছে, ২০২২ সালের মার্চে এই ট্রেনের দুটি প্রোটোটাইপকে দুটি পরীক্ষামূলক ভাবে চালু করতে হবে। তবে সেই ট্রেনকে ছাড়পত্র পেতে হলে প্রোটোটাইপটিকে যাত্রী সমেত অন্তত ১ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে।
২০২৪-এর মধ্যে চেন্নাই, কাপুরথাল ও রায়বরেলির কোচ ফ্যাক্টরি থেকে কোচ বানিয়ে সবথেকে বেশি সংখ্যক বন্দে ভারত এক্সপ্রেস রাস্তায় নামাতে চায় কেন্দ্র। আরও পড়ুন: শতাধিক দেশে ভয় ধরিয়েছে ‘ডেল্টা’, নতুন সাবধান বাণী শোনাল ‘হু’