আন্দোলনরত ১০০ কৃষকের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা

এই মামলা 'মিথ্যে ও ইচ্ছে করে তৈরি করা' বলে দাবি কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চার।

আন্দোলনরত ১০০ কৃষকের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2021 | 4:12 PM

নয়া দিল্লি: ডেপুটি স্পিকারের গাড়ি ভাঙার অভিযোগে ১০০ জন কৃষকের বিরুদ্ধে দেশদ্রোহের (Sedition) মামলা রুজু করেছে পুলিশ। কৃষক নেতাদের বিরুদ্ধে হরিয়ানার ডেপুটি স্পিকার তথা বিজেপি নেতা রণবীর গাঙ্গোয়ারকে খুনের চেষ্টা করারও অভিযোগ রয়েছে। ঘটনাটি ঘটেছে ১১ জুলাই। সেদিনই রুজু হয়েছে দেশদ্রোহের মামলা। এ দিন সুপ্রিম কোর্টে আইন সংক্রান্ত পর্যবেক্ষণের পর এই খবর প্রকাশ্যে আসে।

যদিও এই মামলা ‘মিথ্যে ও ইচ্ছে করে তৈরি করা’ বলে দাবি কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চার। বিবৃতি জারি করে সংযুক্ত কিষাণ মোর্চা দাবি করেছে, কৃষক নেতা হরচরণ সিং ও প্রহ্লাদ সিং-সহ ১০০ জনকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে পুলিশ। তাঁদের দাবি, সিরসায় হরিয়ানার ডেপুটি স্পিকার রণবীর গাঙ্গোয়ারের সামনে আন্দোলন করছিলেন তাঁরা।

কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরোধিতা করে গত বছর থেকে আন্দোলন করছেন কৃষকরা। মাঝে মাঝেই আন্দোলন থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসে। হরিয়ানায় কৃষকরা সাফ জানিয়েছেন, তাঁদের দাবি পূরণ না হলে বিজেপি- জননায়ক জনতা পার্টির সরকারকে কোনও জনসমাবেশ করতে দেবেন না তাঁরা। কয়েকদিন আগে কৃষকদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তিনি সাফ বলেছিলেন, “তাঁরা আমাদের যতই উসকানি দিক, আমরা শান্ত থেকেছি। কারণ তাঁরা আমাদের নিজেদের হরিয়ানার মানুষ। কিন্তু সীমা ছাড়ালে তা কারোর জন্যই ভাল হবে না।”

এরপরও লাগাতার আন্দোলন চলেছে। তারই মধ্যে প্রকাশ্যে এল ১০০ জনের বিরুদ্ধে দেশদ্রোহের মামলার খবর। উল্লেখ্য, এ দিনই সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে, দেশদ্রোহ ঔপনিবেশিক আইন। স্বাধীনতার ৭৫ বছর পরেও কি আমাদের এই আইন চাই? পাশাপাশি দেশদ্রোহ আইনের অপব্যবহার নিয়েও গুরুত্বপূর্ণ মত প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। আরও পড়ুন: ভিডিয়ো: স্বামীর হাত ফসকাতেই ৯ তলা থেকে নীচে পড়ে গেলেন মহিলা, তারপর…