টিকা শুরু হতেই গা-ছাড়া ভাব! ফের উর্ধ্বমুখী করোনা সূচক
গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে গণটিকাকরণ কর্মসূচি (COVID Vaccination Drive)। এখনও অবধি মোট ৮২ লাখ ৮৫ হাজার ২৯৫ জন করোনা টিকা (COVID Vaccine) নিয়েছেন।
মুম্বই: যে করোনার ভয়ে একসময়ে সাধারণের প্রাণ ওষ্ঠাগত ছিল, টিকাকরণ শুরু হতেই তাকে পাত্তাও দিচ্ছেন না দেশবাসী। সরকারের তরফে বারবার সতর্ক করা হলেও প্রয়োজনীয় স্বাধ্যবিধি অনুসরণ না করার কারণেই দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনায় কুপোকাত হওয়া মহারাষ্ট্রেও লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৪০৯২ জন, মৃত্যু হয়েছে ৪০ জনের।
গতবছরের জানুয়ারি মাসে কেরলে প্রবেশ করেছিল করোনাভাইরাস (Coronavirus)। গোটা দেশে সংক্রমণ ছড়িয়ে পড়তেও বেশি সময় লাগেনি। রাজ্যের নিরিখে সবথেকে বেশি করোনা আক্রান্তের খোঁজ মিলেছিল মহারাষ্ট্রেই (Maharashtra)। ধীরে ধীরে সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই এবং টিকাকরণ শুরু হতেই চুলোয় উঠেছে স্বাস্থ্যবিধি। বিগত কয়েক সপ্তাহ ধরেই দেশের দৈনিক সংক্রমণ ১০ হাজারের গণ্ডিতে সীমাবদ্ধ থাকলেও আজ তা ফের বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৪৯ জন। মৃত্যু হয়েছে ৯০ জনের। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪৮৯ জন।
মোট আক্রান্তের মধ্যে ফের একবার সর্বোচ্চ আক্রান্তের খোঁজ মিলেছে মহারাষ্ট্রেই। সেখানে একদিনেই চার হাজারেরও বেশি মানুষ করোনা সংক্রামিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৪০ জনের। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল যথাক্রমে ২০ লাখ ৬৪ হাজার ২৭৮ এবং ৫১ হাজার ৫২৯। আক্রান্তের নিরিখে সুস্থ হওয়ার হারও বেশ কিছুটা হ্রাস পেয়েছে সেখানে। গত ২৪ ঘণ্টায় মোট ১৩৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৩৫ হাজার ৯৬৫।
আরও পড়ুন: গতকালই লুটিয়ে পড়েছিলেন মঞ্চে, করোনা পজিটিভ ‘অসুস্থ’ রূপাণী
মহারাষ্ট্রের পাশাপাশি কেরল (Kerala)-এও সংক্রমণের সূচক উর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় মোট ৪৬১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত মাসে স্কুল খুলতেই দুটি স্কুল মিলিয়ে মোট ১৮৭ জন পড়ুয়া ও ৭৫ জন শিক্ষক করোনা আক্রান্ত হন। সংক্রমণের ভয়ে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া ওই দুটি স্কুল। বাকি স্কুলগুলিতেও কড়া স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশ দেয় প্রশাসন।
এদিকে, কেরলে করোনা সংক্রমণ বৃদ্ধি পেতেই সেই রাজ্য থেকে আগত যাত্রীদের আরটি-পিসিআর (RT-PCR) পরীক্ষা বাধ্যতামূলক করেছিল মহারাষ্ট্র সরকার। নিয়মের কড়াকড়ি জারি রাখার পরও সংক্রমণের সূচক বাড়ায় সাধারণের গাফিলতিকেই দোষারোপ করছেন অনেকে।
গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে গণটিকাকরণ কর্মসূচি (COVID Vaccination Drive)। এখনও অবধি মোট ৮২ লাখ ৮৫ হাজার ২৯৫ জন করোনা টিকা (COVID Vaccine) নিয়েছেন। টিকাগ্রহণকারী অধিকাংশের মধ্যেই কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দিলেও টিকা নেওয়ার পর ১২ জনের মৃত্যু হয়েছে। তবে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, টিকাকরণের সঙ্গে মৃত্যুর কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুন: দিশার পর এবার নিকিতা-শান্তনু, জারি হল গ্রেফতারি পরোয়ানা