Corona Outbreak: দেশে একদিনে করোনার বলি ৫৫৫, কেরলেই সংখ্যাটা ৪৭১
India corona News: করোনাকে হারিয়ে দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যা কমে গিয়েছে।
নয়া দিল্লি: কখনও বাড়ছে, কখনও বা কমছে দেশের করোনা (corona) গ্রাফ। গতকালের তুলনায় ৪ দশমিক ৩ শতাংশ কমল করোনা আক্রান্তের সংখ্যা। এদিকে, কোনও ভাবেই যেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মৃত্যুকে। প্রতিদিনই প্রায় উত্তোরোত্তর বেড়ে চলেছে করোনায়(Corona)মৃতের সংখ্যা।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে (India) নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৫০ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ১২ হাজার ৫১৬ জন। এদিকে, করোনাকে হারিয়ে দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যা কমে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৪০৩ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৮ লাখ ২৬ হাজার ৪৮৩ জন।
চলতি সপ্তাহে দেশে উত্তোরোত্তর বেড়ে গিয়েছিল মৃত্যুর সংখ্যা। যথেষ্ঠ আতঙ্ক বাড়িয়েছিল গোটা দেশে। গত ২৪ ঘণ্টায় ফের ৫৫৫ জনের মৃত্যু হয়েছে।
তবে এই মুহুর্তে দেশে একদিনে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১০৮ জন। যা কিছুদিন আগে পর্যন্ত উর্ধ্বমুখী ছিল। গত ২৪ গণ্টা মিলিয়ে দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩০৮।
এখনও সক্রমণের নিরিখে কেরলে(Kerala) সংক্রমণ সর্বোচ্চ। সেই রাজ্যে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৬ হাজার ৬৭৪ জন। মৃত্যু হয়েছে ৪৭১ জনের। এরপরই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ৯২৫ জনের শরীরে হদিশ মিলেছে ভাইরাসের। একদিনে মৃত্যু হয়েছে ৪১ জনের। মহারাষ্ট্রের পরে রয়েছে কর্নাটক। সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ২২৭ । গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ জনের। আর তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছেন ৮১২ জন।
তবে উত্তর প্রদেশের মতো বড় রাজ্য নিয়ন্ত্রণেই রয়েছে আক্রান্তের সংখ্যা। করোনা বুলেটিন অনুযায়ী সেখানে আক্রান্ত হয়েছেন মাত্র ৯ জন। রাজধানী দিল্লিতেও আক্রান্তের সংখ্যা খানিকটা নিয়ন্ত্রণে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৬২ জন। আবার মিজ়োরামের মতো ছোটো রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬৬৯ ছুঁইছুই। তবে কারও মৃত্যু হয়নি।
এই রাজ্যে করোনা (Covid-19) পরিস্থিতি নিয়ে এখনই উদ্বেগ টলছে না। স্বাস্থ্য দফতরের প্রতিদিনের বুলেটিন চিন্তা জিইয়ে রাখছে। রাজ্যে ফের বৃহস্পতিবারের তুলনায় করোনা সংক্রমণ বাড়ল শুক্রবার। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬০ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। সুস্থ হয়েছেন ৮১৯ জন। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ৪১ হাজার ১১৩টি। পজিটিভিটি রেট ২.০৯ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৮ হাজার।
আরও পড়ুন: Madhya Praesh: মোদীর ৪ ঘণ্টার দর্শনের জন্য মধ্য প্রদেশ সরকারের খরচ ২৩ কোটি টাকা!