Uttar Pradesh: ‘বিজেপি বাইশেই শেষ, ৪০০ সিটে জিতে উত্তর প্রদেশে ক্ষমতায় আসছি’, ঘোষণা অখিলেশের

Akhilesh Yadav: "বিজেপি নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সাধারণ মানুষ এবার বিমানে ভ্রমণ করতে পারবেন। কিন্তু যা অবস্থা, দু'চাকার গাড়ির মালিকও বিচলিত।"

Uttar Pradesh: 'বিজেপি বাইশেই শেষ, ৪০০ সিটে জিতে উত্তর প্রদেশে ক্ষমতায় আসছি', ঘোষণা অখিলেশের
মুখ খুললেন সপা প্রধান অখিলেশ যাদব (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2021 | 10:31 AM

দেশ: ২০২২ সালে উত্তর প্রদেশের বিধানসভা ভোট (UP Assembly Election 2022) নিয়ে রাজনৈতিক দলগুলির প্রস্তুতি তুঙ্গে। পাখির চোখ রেখেছে বিজেপি। এদিকে সমাজবাদী দলের নেতা অখিলেশ যাদবের (Akhilesh Yadav) দাবি, রাজ্যে বেকারি চূড়ান্ত, মুদ্রাস্ফীতি বাড়ছে। তাই ২০২২ সালেই শেষ হবে যোগী সরকারের মেয়াদ। ৪০০ আসনে জিতে ক্ষমতায় আসছেন তাঁরাই।

জয়পুরের অনুষ্ঠান থেকে অখিলেশের বার্তা, তিনি বলেন, “৪০০ টিরও বেশি আসন জিতবে সমাজবাদী পার্টি। মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। জনগণ বিজেপি নির্মূলের জন্য মনস্থির করে ফেলেছে।” উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী আরও যোগ করেন, “বিজেপি নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সাধারণ মানুষ এবার বিমানে ভ্রমণ করতে পারবেন। কিন্তু যা অবস্থা, দু’চাকার গাড়ির মালিকও বিচলিত।” পেট্রোপণ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা করে অখিলেশ বলেন, ২০২২ সালে ক্ষমতায় আসছে সমাজবাদী পার্টি-ই।

উল্লেখ্য, আগামী বছরেই রয়েছে উত্তর প্রদেশের ভোট। শুধু উত্তর প্রদেশ নয়, আর মাস ছয়েক বাদেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তবে বলা হয়, উত্তর প্রদেশ দখল করে যে দিল্লির মসনদ দখলের লড়াইয়ে থাকে তারাই। তাই দেশের বৃহত্তম এই রাজ্যে আলাদা করে গুরুত্ব দিচ্ছে বিজেপি।

এদিকে আজমগড়ে সাংসদ তথা বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অখিলেশ কয়েকদিন আগেই জানিয়েছেন যে বাইশের বিধানসভা ভোটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না। রাজনৈতিক মহল মনে করছে এতে উত্তর প্রদেশ নির্বাচনে এবার চতুর্মুখী লড়াই হবে। তবে অখিলেশ নিজে ভোটে না দাঁড়ালে দলীয় কর্মীদের মনোবল ঠোক্কর খেতে পারেও বলা মনে করা হয়েছে। যদিও বাইশের বিধানসভা ভোটে তাঁরাই জিতবেন বলে দাবি অখিলেশ যাদবের।

আরও পড়ুন:  Corona Outbreak: দেশে একদিনে করোনার বলি ৫৫৫, কেরলেই সংখ্যাটা ৪৭১ 

উত্তর প্রদেশের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে এবারে বিরোধী দলগুলোর মধ্যে কোনও জোট হয়নি। গত ভোটে অখিলেশের সমাজবাদী পার্টি ও মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি জোট করে বিজেপির বিরুদ্ধে লড়াই করলেও বিশাল ব্যবধানে বিজেপির কাছে পরাজিত হয়। এবার আগেভাগেই অখিলেশ জানিয়ে দিয়েছিলেন কোনও বড় বিরোধী দলের সঙ্গে তিনি জোট করবেন না তুলনায় ছোট দলগুলির সঙ্গেই তিনি জোটে আগ্রহী। সেই মত বেশ কয়েকটি ছোট দলের সঙ্গে কথা চলছে। তার মধ্যেই অখিলেশের আত্মপ্রত্যয়ী ঘোষণা, এবার ৪০০-র বেশি আসন পাবেন তাঁরাই।

আরও পড়ুন:  Sachin Pilot: মন্ত্রিসভার রদবদল নিয়ে গুঞ্জনের মাঝেই সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন সচিন পাইলট

আরও পড়ুন:  Supreme Court: ‘সৎ ও সাহসী বিচারকের বদলির কারণ জানার অধিকার রয়েছে’, প্রধান বিচারপতির বদলি নিয়ে জল গড়াল ‘সুপ্রিম’ দরবারে

আরও পড়ুন: Madhya Praesh: মোদীর ৪ ঘণ্টার দর্শনের জন্য মধ্য প্রদেশ সরকারের খরচ ২৩ কোটি টাকা!