নয়া দিল্লি: শুক্রবার, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সচিন পাইলট। রাজস্থানে মন্ত্রিসভার রদবদল নিয়ে গুঞ্জনের মাঝে এই সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। গতকালই সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা সচিনের বিরুদ্ধ গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত অশোক গেহলট। কংগ্রেস সভানেত্রীর সঙ্গে রাজস্থানের রাজনৈতিক পরিস্থিতি ও মন্ত্রিসভার রদবদল নিয়ে আলোচনা হয়েছে অশোকের। ছবি-ফাইল চিত্র
সনিয়ার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সচিন পাইলট জানিয়েছেন, "কংগ্রেস দল আমাকে দিয়ে যে কাজ করাতে চাইবে, আমি আনন্দের সঙ্গে সেই কাজ করব। বিগত ২০ বছর ধরে দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি নিষ্ঠার সঙ্গে সেটা পালন করার চেষ্টা করেছি। আগামি দিনেও দল যে দায়িত্ব দেবে, আমি হাসিমুখে সেটাই পালন করব।" ছবি-ফাইল চিত্র
সাংবাদিকদের রাজস্থানের উপমুখ্যমন্ত্রী বলেন, "আমি ভীষণ খুশি কংগ্রেস সভানেত্রী আমাদের সকলের থেকে মতামত জানতে চেয়েছেন। আমি মনে করি সঠিক সময়ে দলের তরফে রাজস্থানের পর্যবেক্ষক তথা অখিল ভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অজয় মাকেন, সঠিক সিদ্ধান্তই নেবেন।" ছবি-ফাইল চিত্র
দলীয় কোন্দল সামলাতে অস্থির কংগ্রেস। এদিকে, অশোক গেহলট বনাম সচিন পাইলটেরও বিরোধও সকলেরই জানা। দীর্ঘদিন ধরেই রাজস্থানে মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলটের মধ্যে যে বিরোধ রয়েছে, বছর পার করেও সেই বিরোধ মেটাতে পারেনি কংগ্রেসের শীর্ষ নেতারা। একাধিকবার এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে সকলেই মনে করেছেন, এবার বুঝি পাকাপাকিভাবেই দল ছাড়বেন সচিন। যদিও প্রতিবারই তাঁকে বুঝিয়ে দলে রেখেছেন রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধী। তবে এ বার সচিনের দাবিকেও গুরুত্ব দিচ্ছে কংগ্রেস। ছবি-ফাইল চিত্র
রাজস্থান কংগ্রেসে মন্ত্রিসভার রদবদল আসন্ন। সূত্রের খবর খুব তাড়াতাড়িই হবে এই বদল। জানা গিয়েছে, রাজস্থান নিয়ে 'এক ব্যক্তি, এক পদ নীতি' নিতে চলেছে কংগ্রেস। সেই সূত্র মেনেই হবে মন্ত্রিসভার রদবদল। দীর্ঘদিন ধরেই মন্ত্রিসভার প্রসারন চাইছিলেন সচিন পাইলট। সচিন শিবিরে আশা, মন্ত্রিসভার এই রদবদলে তারা নিজেদের প্রাপ্য মর্যাদা পাবেন। ছবি-ফাইল চিত্র